আপনি হয়তো কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন তাই জানতে চাইছেন কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম। হ্যা আপনি একদিন ঠিক জায়গায় এসেছেন, কারণ এখানে আমরা আপনাকে খুব সহজ ভাবে দেখাবো যে কিভাবে কৃষক বন্ধু স্ট্যাটাস (Status) দেখতে হয়, সাথে এও বলব আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা কি ভাবে চেক করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গ সরকারের ছোট বড়, সব প্রকল্পই বাংলার মানুষের মন জয় করেছে, বর্তমানে তারা চাষীদের সুবিধার্থে ও কৃষকদের সুবিধার্থে বাৎসরিক কিছু টাকা দিচ্ছেন যাতে করে কৃষকরা চাষের জিনিস পত্র কিনতে পারে আর ভালো ভাবে চাস করতে পারে।
বর্তমানে চাষীদের সুবিধার্থে সব কিছু অনলাইনের আউতাই নিয়ে আসা হয়েছে। তাই Krishakbandhu.net এই সরকারি সাইটে আপনি আপনার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন সহজেই।
প্রয়োজনীয় নথি
আসা করি এই প্রকল্পে আবেদনের সময় কি কি নথি (ডক্টমেন্ট) দিয়েছিলে তা মনে আছে, এগুলির যেকোনো একটি আইডি নাম্বার দিয়ে সহজেই আপনার টাকা ঢোকার স্ট্যাটাস দেখে নিতে পারেন।
১) ইন্টারনেট যুক্ত ফোন (Smartphone) বা কম্পিউটার
২) নিম্নোক্ত যেকোনো একটি নথি আর নাম্বার
- ভোটার কার্ড নম্বর
- আঁধার কার্ড নম্বর
- ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
- কৃষক বন্ধু আইডি নম্বর
- মোবাইল নম্বর
কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা দেখার নিয়ন?
১ ধাপ: প্রথমে গুগলে ওয়েবসাইট যান বা এখানে ক্লিক করুন
২ ধাপ: এখানে Matir Katha লিখে সার্চ করুন।
৩ ধাপ: কৃষি বিভাগীয় পরিষেবাতে কৃষক বন্ধু অপশনটিতে ক্লিক করুন।
৪: ধাপ: তার পর আপনি Krishakbondhu.net ওয়েবসাইটে চলে আসবেন।
৫ ধাপ: তারপর আপনাকে নতিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটিতে ক্লিক করতে হবে।
৬ ধাপ: Select Option এ আপনি যেকোনো একটি কার্ড বা নম্বর বেছেনিন,যেটা আপনার কাছে আছে, বা আপনার মনে আছে।
৭) পরের বক্স এ আপনার ID Card Number টি দিন
৮) তার পর I’m not a robot এটি তে ক্লিক করুন আর ভেরিফাই করুন।
৯) সব শেষ Search অপশনটিতে চাপ দিন। ব্যাস আপনার স্টাটাস আপনার স্ক্রীনে দেখানো হবে।
এখানে আপনি কি কি চেক করতে পারবেন?
- AKD ID Number
- KB ID
- Aadhaar No
- District
- Block
- Gram Panchayat
- Village
- Total Land (In Acre)
- Student
- Transaction Status
No Data Found এর মানে কি?
অর্থাৎ আপনি যে ID বা নম্বর দিয়েছেন সেটা ভুল, অথবা আপনার কৃষক বন্ধু ফ্রম টি এখনও অনলাইনে আপডেট হয়নি। আপনি যদি অনেকদিন ধরে আলাদা আলাদা ডকুমেন্টস দিয়ে চেক করেও No Data Found দেখতে পান, তবে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার কাম্পে জানান, বা বিডিও অফিসে যোগাযোগ করুন।
Status Approved মানে কি?
আপনার কাগজ আর দরখাস্ত যথাযথ ভাবে চেক করা হয়েছে আর অনলাইনে আপডেট করা হয়েছে। এবার আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য সম্পূর্ণ উপযোগী।
স্টাটাস Rejected মানে কি?
আপনার কাগজ পত্র অনলাইনে আপডেটের সময়, কাগজে কোনো ভুল বা কিছু সমস্যার সম্মখীন হতে হয়েছে, তাই Reject হয়েছে। এর জন্য হয়তো আপনাকে পুনরায় নতুন দরখাস্ত করতে হবে বা ভুল ডকুমেন্টস আপডেট করে জমা করতে হবে।
Account Valid মানে কি?
অর্থাৎ আপনার একাউন্ট টি (ব্যাংক অ্যাকাউন্ট) চেক করা হয়েছে। আর সেটি সম্পূর্ণ ঠিক হিসাবে ভেরিফাই করা হয়েছে। এবার এই অ্যাকাউন্টে টাকা পাওয়ার ঢোকার জন্য প্রস্তুত।
Transaction Success মানে কি?
Transaction Success এর মানে হলো বরাদ্দ টাকা আপনার একাউন্টে জমা করা হয়ে গেছে, এবার আপনি ব্যাংক এ গিয়ে প্রয়জন মত টাকা তুলতে পারেন।
Transaction Success কিন্তু টাকা ঢোকেনি কি করবেন?
সাধারণত সরকার টাকা পাঠানোর পর এই টাকা আপনার ব্যাংকে আপডেট হতে ৫ দিন পর্যন্ত টাইম লাগে, Transaction Success Staus দেখার পর, যদি তখনই ব্যাংকে যান আর টাকা তোলার চেষ্টা করেন হয়তো সেই টাকা একজন আপডেট হয়নি। এই ক্ষেত্রে ৭ দিন পর্যন্ত অপেক্ষা করুন তার পর আবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন।