এক কাপে কত আউন্স ধরে?
কাপ আর আউন্সের সম্পূর্ন ধারণা, জানেন এক কাপে কত আউন্স ধরে? [Ek Cape Koto Ounce Dhore] ১ কাপ = ৪-১০ আউন্স ধরা যেতে পারে, এর জন্য কোনো একটি নির্দিষ্ট ও সঠিক সংখ্যা বলা মুস্কিল। চলুন সেটাই আলোচনা করি।
কাপ তো আমরা বুঝি, যা চা বা কফি বা অন্য কোনো তরল খাবার সময় বা কিছু পরিমাপ করার জন্য আমরা ব্যাবহার করে থাকি।
- আরো পড়ুন – মাতৃভাষায় বিজ্ঞানচর্চা প্রবন্ধ রচনা
অন্যদিকে আউন্স টা হয়তো অনেকের কাছে নতুন একটি শব্দ। আউন্স হলো একটি পরিমাপক যা রান্না ঘরের কাজে ও জিনিস পত্র, তরল ইত্যাদি ম্যাপ যোগের কাজে ব্যাবহার করা হয়ে থাকে। আপনার সুবিধার্থে নিচে আউন্সের একটি ছবির দেওয়া হলো।
এক কাপে কত আউন্স ধরে? এক কাপ দুধ বা যেকোন পানিও বা জুস নিলে তার পরিমাণ হচ্ছে ৪ (4) আউন্স। অর্থাৎ ধরুন আপনি ৪ (4) আউন্স পরিমাণ জল নিলেন। সেই জল যদি একটি কাপের মধ্যে রাখা হয় তবে, সেটি পূর্ণ ১ কাপ জল (তরল) হবে।
1 কাপ = ৪ আউন্স
এটা হলো একটি স্ট্যান্ডার্ড কাপের ধারণা। এটির মাধ্যমে আপনারা একটি স্ট্যান্ডার্ড সাইজের কাপ বোঝতে পারবে।
এতো গেলো একটি সাধারণ ধারণা। তবে আপনি যদি একটা সঠিক পরিমাপ করতে চান তাহলে আপনাকে সমস্যাই পড়তে হবে। কারণ পদার্থের ঘনত্বের উপর আর একটি কাপের আয়তনের উপর আউন্স পৃথক পৃথক হতে পারে। চলুন একটি উধাহরন দিয়ে বোঝানো যাক:-
উদাহরন: ধরুন আপনি ১ কাপ জল নিলেন, এবার আউন্স এককে পরিমাপ করলেন দেখা গেলো ৪ (ফোর) আউন্স হলো। আবার আপনি যখন কোনো কঠিন দ্রব্য পরিমাপ করবেন তখন এর আউন্স এর পরিমাপ আলাদা হবে। ধরুন আপনি এক কাপ ময়দা বা আটা নিলেন, এবার আউন্সে পরিমাপ করলে দেখবেন, ১০ আউন্স হয়ে গেলো।
একই ভাবে, সব কপের আয়তন সমান নয়, কাপের সাইজ ছোট বড় হয়ে থাকে, কাপের সাইজ একটু ছোট হলে দেখবেন, আউন্সের পরিমাপও অনেক কম হয়ে যাবে, হয়তো দেখবেন একটু বড় কাপের মাপ সমান ৮ বা ১০ আউন্স হয় গেলো।
তাই এক কাপ সমান কত আউন্স তা সঠিক ভাবে বলা কঠিন,তবে আনুমানিক ভাবে বলা যায় ১ কাপ = ৪ থেকে ১০ আউন্স এর মধ্যে হবে।