নোবেল পুরস্কার ২০২২ PDF Download [Nobel Prize 2022] তালিকা দেখেনিন

Nobel Prize Award 2022

নোবেল পুরস্কার ২০২২ PDF Download [Nobel Prize 2022] তালিকা দেখেনিন


বিশ্বের সবচেয়ে সম্মানিত পুরস্কারগুলির মধ্যে এক ও অন্যতম হলো নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কার মূলত ছটি আলাদা আলাদা বিভাগের উপর দেওয়া হয়। যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা সাহিত্য,অর্থনৈতিক বিজ্ঞান, ফিজিওলজি বা মেডিসিন এবং শান্তি পুরস্কার হিসেবে। নিম্নে ২০২২ সালে নোবেল পুরস্কার প্রাপ্ত বিজয়ীদের তালিকা দেওয়া হলো।

নোবেল পুরস্কার ২০২২ PDF Download [Nobel Prize 2022] তালিকা দেখেনিন

সম্প্রতি ২০২২ সালে পাঁচটি আলাদা আলাদা বিভাগে নোবেল দেওয়ার ঘোষণা করা হয়েছে। যেমন ফিজিওলজি বা মেডিসিন,পদার্থবিদ্যা,রসায়নবিদ্যা, শান্তি এবং অর্থনৈতিক বিজ্ঞানের ক্ষেত্রে। Me Too ঘটনার পরিপেক্ষিতে এই প্রথম সত্তর বছরে কোন সাহিত্যে পুরস্কার দেয়া হয়নি।

নিম্নে একটি সম্পন্ন তালিকা তুলে ধরা হলো বিজয়ীদের

পদার্থ বিজ্ঞানে প্রাপ্ত নোবেল পুরস্কার ব্যক্তিবর্গের তালিকাঃ-

১. পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়াল সুইডিস একাডেমি অফ সাইন্স, স্টকহোম,সুইডেন।

২. ১৯০১ থেকে ২০২২ সালের মধ্যে পদার্থবিদ্যায় এখনো পর্যন্ত ১১৪ টি নোবেল পুরস্কার বিতরণ করা হয়েছে।

৩. এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মাত্র তিনজন নারী পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

৪. ২০২২ সালে পদার্থবিদ্যা বিভাগে নোবেল পেলেন…..আর্থার আশকিন(মার্কিন যুক্তরাষ্ট্র ),জেরার্ড মোরেও(ফ্রান্স),ডোনা স্ট্রিকল্যাণ্ড(কানাডা)

[লেজার পদার্থবিজ্ঞানে বিপ্লব আনার জন্যে নোবেল পুরষ্কারে ভূষিত হয়েছেন]

রসায়নবিদ্যায় প্রাপ্ত নোবেল পুরস্কার ব্যক্তিবর্গের তালিকাঃ-

১. রসায়নে নোবেল পুরস্কার প্রদান করে রয়্যাল সুইডিস একাডেমি অফ সায়েন্স, স্টকহোম,সুইডেন।

২. ১৯০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রসায়নে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১১২ টি নোবেল পুরস্কার বিতরণ করা হয়েছে।

৩. ফ্রেডরিক স্যাঙ্গার ১৯৫৮ সালে এবং ১৯৮০ সালে দুইবার রসায়ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

৪. ২০২২ সালে রসায়ন বিভাগে নোবেল পেলেন…..ফ্রান্সিস এইচ আর্নল্ড(মার্কিন যুক্তরাষ্ট্র ),জর্জ পি.স্মিথ(মার্কিন যুক্তরাষ্ট্র ),গ্রেগরি পি উইন্টার(ইউকো)

[এনজাইমের বিবর্তনবাদ,পেপটাইড এবং অ্যান্টিবডির ফেজ প্রদর্শনের জন্যে নোবেল পুরষ্কারে ভূষিত হয়েছেন]

ফিজিওলজি বা মেডিসিন বিভাগে প্রাপ্ত নোবেল পুরস্কার ব্যক্তিবর্গের তালিকাঃ-

১. সুইডেনের স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল এসেম্বলি দ্বারা ফিজিওলজি বা মেডিসিন বিভাগে নোবেল দেওয়া হয়ে থাকে।

২. ১৯০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ফিজিওলজি বা মেডিসিন বিভাগে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১১০ টি নোবেল পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩. ২০২২ সালে ফিজিওলজি বা মেডিসিন বিভাগে নোবেল পেলেন…..জেমস পি এলিসন(মার্কিন যুক্তরাষ্ট্র ),তাসাকু হোনজো(জাপান)

[ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্যে নোবেল পুরষ্কারে ভূষিত হয়েছেন]

শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গের তালিকাঃ-

১. নোবেল শান্তি পুরস্কারটি নরওয়েজিয়ান স্টরস্টিং দ্বারা নির্বাচিত পাঁচ ব্যক্তির বর্গের একটি কমেটি দ্বারা প্রদান করা হয়ে থাকে।

২. ১৯০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১০০ টি নোবেল শান্তি পুরস্কার বিতরণ করা হয়েছে।

৩. মালালা ইউসুফজাই সর্বকনিষ্ঠ যিনি ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।

৪. ২০২২ সালে শান্তি প্রতিষ্ঠার জন্যে নোবেল পেলেন…..ডেনিস মুকওয়েগে (কঙ্গো),নাদিয়া মুরাদ (ইরাক)

[সচেতনতা ছড়ানো,যৌন সহিংসতার ব্যবহার দূরিকরণের জন্যে নোবেল পুরষ্কারে ভূষিত করা হয়েছে]

অর্থনৈতিক বিভাগে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গের তালিকাঃ—

১. রয়্যাল সুইডিশ একাডেমি অফ সাইন্স,স্টক হোম সুইডেন কর্তৃক অর্থনৈতিক বিভাগে নোবেল প্রদান করা হয়।

২. ১৯৬৯ সাল থেকে অর্থনৈতিক বিভাগে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৫১টি পুরস্কার বিতরণ করা হয়েছে

৩. ২০২২ সালে অর্থনৈতিক বিভাগে নোবেল পেলেন উইলিয়াম ডি নর্ডহাউস(মার্কিন যুক্তরাষ্ট্র ),পল এম রোমার(মার্কিন যুক্তরাষ্ট্র )

[জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়ন গবেষণায় এই পুরষ্কারে ভূষিত হয়েছেন]

S. No.নোবেল পুরস্কারের বিভাগনোবেল পুরস্কার বিজয়ীরাকৃতিত্ব
1.ফিজিওলজি বা মেডিসিনজেমস পি এলিসন (মার্কিন যুক্তরাষ্ট্র) এবং তাসাকু হোনজো (জাপান)“ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য”
2.পদার্থবিদ্যাআর্থার আশকিন (মার্কিন যুক্তরাষ্ট্র), জেরার্ড মোরেউ (ফ্রান্স) এবং ডোনা স্ট্রিকল্যান্ড (কানাডা)“লেজার পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লবী কাজের জন্য”
3.রসায়ন(a) ফ্রান্সিস এইচ. আর্নল্ড (মার্কিন যুক্তরাষ্ট্র)
(b) জর্জ পি. স্মিথ (মার্কিন যুক্তরাষ্ট্র) এবং স্যার গ্রেগরি পি. উইন্টার (ইউকে) যৌথভাবে
(a) “এনজাইমের নির্দেশিত বিবর্তন”
(b) “পেপটাইড এবং অ্যান্টিবডিগুলির ফেজ প্রদর্শনের জন্য”
4.শান্তিডেনিস মুকওয়েগে (কঙ্গো) এবং নাদিয়া মুরাদ (ইরাক) সচেতনতা ছড়ানো, যৌন সহিংসতার ব্যবহার দূর করার প্রচেষ্টার জন্য এটি দেওয়া হয়েছে।
5.অর্থনৈতিক বিজ্ঞান(a) উইলিয়াম ডি. নর্ডহাউস (মার্কিন যুক্তরাষ্ট্র)
(b) পল এম রোমার (মার্কিন যুক্তরাষ্ট্র)
জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়ন গবেষণার জন্য

Leave a Comment