আপনার প্রশ্ন কি আমি এখন কোথায় আছি? বা জানতে চাইছেন নিজের বর্তমানে লোকেশন কি? তাহলে আপনার স্মার্টফোনটি আপনার সাহায্য করবে।
আমরা প্রায় নতুন জায়গায় গেলে মনে প্রশ্ন জাগে Ami Akhon Kothai Achi? হয়তো আসে পাশের লোককে জিজ্ঞাসা করি এই জায়গাটির নাম কি। বা এই গ্রামের নাম কি। থাক সে কথা আপনি কি জানেন আপনার কাছে যে Smartphone টি আছে, সেটাই যথেষ্ট নিজের বর্তমান লোকেশন চেক করার জন্য। হ্যা ঠিকই শুনেছেন, কথায় আছি বা জায়গায় নাম বের করাটা অত্যন্ত সহজ সাধারণ একটি ব্যাপার।
যাইহোক আপনি পোষ্টটি পড়ছেন মানে, আমাদের দায়িত্ব আপনাকে এই ছোট ব্যাপারটা বোঝানো। এখানে আমরা ২ টি পদ্ধতি দেখব, যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার লোকেশন আসলে কোথায়? বা এই জায়গার নাম কি? তো চলুন দেখে নেওয়া যাক।
- আরো পড়ুন – কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম
প্রয়োজনীয় জিনিস গুলি:
- এটি চেক করার জন্য আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন।
- আর সেই ফোনে ইন্টারনেটের সুবিধা চালু থাকতে হবে। ইংরেজিতে যাকে বলা হয়, Data On রাখতে হবে।
- এর জন্য আপনি সিম এর ডাটা বা Wifi এর ডাটা যেকোনো একটি ব্যাবহার করতে পারেন।
প্রথম পদ্ধতি: আমি এখন কোন গ্রাম বা শহরে আছি?
চলুন দেখে নেওয়া যাক আপনি যে নতুন জায়গায় গেছেন সেই জায়গার নাম কি, পিন নম্বর কত, আর সেখান থেকে আপনার বাড়ির দূরত্বই বা কত কিলোমিটার।
১ ধাপ) প্রথমে আপনার ফোনের ডাটা বা ইন্টারনেট টি চালু করুন।
২ ধাপ) এবার একটি Location অপশন দেখবেন সেটাও চালু করুন।
৩ ধাপ) অফার ফোনের অ্যাপ (Apps) লিস্টে যান আর গুগল ম্যাপ ওপেন করুন। যদি আপনার ফোনে গুগল মাপ না থাকে তাহলে এখান থেকে ডাউনোড করে নিতে পারেন।
৪ ধাপ) মাপের ডান দিকে একটি সাদা রঙের রাউন্ড দেখতে পাবেন, এটাই ক্লিক করুন।
৫ ধাপ) তার পর আপনি একটি Blue ডট দেখতে পাবেন। ব্লু ডট এ ক্লিক করুন।
৬ ধাপ) দেখবেন নিচের দিক থেকে একটা স্লাইডার উঠে আসবে। এখানে নিচেই লেখা (আমি কোথায় বা কোন জায়গায় আছি) থাকবে আপনি কোথায় আছেন।
দ্বিতীয় পদ্ধতি: হ্যালো গুগল আমি এখন কোথায় আছি
কোথায় আছেন বা না আছে, গুগল বাবা সব জানে, হ্যা সত্যিই তাই, আপনি কি ভালোবাসেন, বা কি পছন্দ করেন সে সবই গুগল জানে, এবার আপনি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন সেটাও কিন্তু গুগোল লক্ষ রাখে।
আপনি যেখানেই থাকুন না কেনো, শুধু বলুন হ্যালো গুগল আমি এখন কোথায় আছি। গুগল বলে দেবে আপনার বর্তমান লোকেশন, সেটি হোক না আপনার নিজের বাড়ি, আত্মীয়র বাড়ি কিংবা অজানা কোনো বন জঙ্গল।
১ নং) আপনার ফোনে গুগল LLC অ্যাপ টি ওপেন করে নিন।
২ নং) এখানে আপনি একটি মাইক দেখতে পাবেন, এটা টিপুন
৩ নং) আপনাকে এটা কিছু বলতে বলবে, আপনি বলুন “আমার বর্তমান লোকেশন কোথায়?
বা বাড়ির ঠিকানা জানার জন্য বলুন “গুগোল আমার বাড়ি কোথায়” বা ইংরেজিতে বলুন, What is My Current Location.
৪ নং) দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, গুগল বলে দেবে আপনি বর্তমানের কথায় আছেন।
৫ নং) সঙ্গে স্ক্রীন এ মাপের সাহায্যে আপনার লোকেশন টি রাউন্ড করে দাগ দিয়ে বুঝিয়ে দেবে।
৬ নং) এই ভাবেই আপনি আপনার বর্তমান লোয়েশন গুগলের কাছ থেকে জেনে নিতে পারবেন।
আমার কথা ও বক্তব্য:
গুগল হলো ওয়ার্ল্ডের সব থেকে বড় সার্চ ইঞ্জিন। বর্তমানে এই সংস্থা গুগল বার্ড বলে একটি নতুন AI Bot তৈরি করেছে। যা সহজেই আপনার আসে পাশের খবর, আপনার এলাকাতে কি হচ্ছে না হচ্ছে আরো অনেক কিছু তত্থ সুন্দর ভাবে দিতে পারে। এখান থেকেও আপনার লোকেশন বের করে নিতে পারেন।
আশা করবো, এর পর আপনার নিজের লোকেশন নির্ণয় করতে আর সমস্যা হবেনা। যদি হয় বা কোনো সমস্যার সম্মুখীন হন তার জন্য আমরা আছি আপনার সাহায্যে। কমেন্ট করুন নিচের কমেন্ট বক্সে, আমরা আপনার সাহায্য করতে পারলে খুশি হব।