বাংলায় বাস করে পশ্চিমবঙ্গের জাতীয় জিনিস গুলির নাম তা কি কখন হয়? হয়তো আপনি জাতীয় সবজির নাম কি, খাবার কি, পশু কি এই সব জানেন, তবুও আমরা আরো কিছু নতুন নতুন, ফল ফুল, খাবার এই সবের নাম জেনে রাখবো, যাতে পরবর্তী কলে এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হলে, চুপ থাকে না হয়।
ভারতের সমস্ত রাজ্য গুলির মধ্যে পশ্চিমবঙ্গের এক আলাদা ঐতিহ্য আছে, যা পূর্ণ ভারতবর্ষের আছে, তা পশ্চিমবঙ্গেও আছে, তাহলে চলুন বিশেষ বিশেষ জাতিও জিনিস গুলির নাম
১৯ টি পশ্চিমবঙ্গের জাতীয় জিনিস গুলির নাম:-
১) পশ্চিমবঙ্গের জাতীয় খাবার কি?
উত্তর: মাছ ভাত (মাছে ভাতে বাঙালি। রোজ না হলেও বেশিরভাগ দিনেই বাঙালির প্রিয় তরকারি মাছ)
২) পশ্চিমবঙ্গের জাতীয় সব্জি নাম কি?
উত্তর: কুমড়ো (এক ধরনের বড় রকমের সবজি, যা রান্না করে খেতে হয়)
৩) পশ্চিমবঙ্গের রাজধানির নাম কি?
উত্তর: কলকাতা (একটি ঐতিহাসিক ও উন্নত শহর)
৪) পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি?
উত্তর: বিড়াল (ইংরেজিতে একে ফিশিং ক্যাট বা বাংলায় অনেকে একে মেছ বিড়াল বলে। কারণ এই বিড়াল মাছ খেতে খুব ভালোবাসে)
৫) পশ্চিমবঙ্গের জাতীয় মাছের নাম কি?
উত্তর: রুই মাছ (এটি একটি মিষ্টি জলের মাছ, পুকুরে বা ভেরিতে এই মাছ চাষ করা হয়, খেতেই খুব সুস্বাদু হয়)
৬) পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম কি?
উত্তর: ফুটবল (এই খেলায় হাত না লাগিয়ে শুধু মাত্র পায়ের সাহায্যে আর মাথার সাহায্যে বলকে পরিচালনা করা হয়)
৭) পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি?
উত্তর: মাছরাঙা (এই পাখি অনেক রংবেরঙের হয়, সাধারণত পুকুরের, নদীর ধরে থাকতে ভালোবাসে, এদের প্রিয় খাবার মাছ)
৮) পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কি?
উত্তর: ছাতিম (এই গাছ হলো বৃক্ষ প্রজাতির গাছ, লম্বায় আর উচ্চতায় অনেক বড় হয়, গাছে সুগন্ধি ফুল ফোটে)
৯) পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম কি?
উত্তর: আম (সুস্বাদু একটি মিষ্টি ফল, যা সমস্ত বাঙালি খেতে ভালো বাসে) : পশ্চিমবঙ্গে জাতীয় ভাষা কি
১০) পশ্চিমবঙ্গে জাতীয় ভাষা কি?
উত্তর: বাংলা (শুদ্ধ বাংলা ভাষাতে পশ্চিমবঙ্গের মানুষ কথা বলতে পছন্দ করে)
১১) পশ্চিমবঙ্গের জাতীয় উৎসব কি?
উত্তর: দুর্গা পূজা (যা সাধারণত প্রায় আজ মাস ধরে চলে, পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় ধর্ম নির্বিশেষে এই উৎসবে খুব আনন্দের সাথে পালন করে)
১২) পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি?
উত্তর: শাপলা
১৩) পশ্চিমবঙ্গের জাতীয় গান কি?
উত্তর: “আমার সোনার বাংলা” (রবীন্দ্রনাথের রচিত বাঙালিকে নিয়ে একটি সুন্দর গান)
১৪) পশ্চিমবঙ্গের জাতীয় নৃত্য কি?
উত্তর: কত্থকলি নাচ (মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ছেলে মেয়েরা এই নাচ ভালো বাসে ও অনুসরন করে)
১৫) পশ্চিমবঙ্গের জাতীয় পুস্তক কি?
উত্তর: “কাপুরুষ” (এটি পশ্চিমবঙ্গের জাতীয় উপন্যাস)
১৬) পশ্চিমবঙ্গের জাতীয় নদী কি?
উত্তর: হুগলী (পশ্চিমবঙ্গের একটি দীর্ঘতম নদী, এটি প্রধান ভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রবাহিত হয়েছে)
১৭) পশ্চিমবঙ্গের জাতীয় মিষ্টি খাবার কি?
উত্তর: রসগোল্লা (একটি সাদা রঙের মিষ্টি যা সারা দেশ বিদেশে বিশেষ ভাবে পরিচিত)
১৮) পশ্চিমবঙ্গের জাতীয় শিল্প কি?
উত্তর: তাঁত শিল্প (পশ্চিমবঙ্গের একটি প্রমুখ শিল্পকলা, তাঁর শিল্প বাংলার সংস্কৃতির একটি বিশেষ অংশ)
১৯} পশ্চিমবঙ্গের জাতীয় গাড়ি কি?
উত্তর: অম্বাসডর (প্রাচীনকালে বিশেষভাবে কলকাতাতে এই গাড়ি ছিল প্রজাতন্ত্রের জন্য বিশেষভাবে ব্যবহৃত গাড়ি)
আমার মন্তব্য:
এখানে আপনার বিশেষ বিশেষ জিনিসগুলির পরিচয় দিলাম। আপনি আপনাদের কমেন্ট বক্সে জানাবেন পশ্চিমবঙ্গের কোন জাতীয় জিনিসটির নাম আপনার জানা ছিলনা। এছাড়া আপনি অন্য কোনো জাতিও নাম জানেন তাও জানাবেন, কারণ কারণ জ্ঞানের আদান প্রদান করলে, জ্ঞানের ঘাটতি হয়না বরং বিকাশ ঘটে।
সর্বপরি, পোষ্টটি পড়ার পর যদি মনে হয় কিছু ভুল ভ্রান্তি আছে তবে তার জন্য ক্ষমা প্রার্থী। পোষ্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে Share করবেন। ধন্যবাদ।