কোড নেপোলিয়ন টিকা লেখ? বা কোড নেপোলিয়ন কি?

কোড নেপোলিয়ন টিকা

আজকের বিষয় হলো ইতিহাসের একটু গুরুত্তপূর্ণ বিষয় কোড নেপোলিয়ন টিকা। এটি একটি আইন সংহিতা, যেখানে স্বয়ং নিপলিয়ন বেশ কিছু আইন চালু করেছিলেন।

নেপোলিয়নের সংস্কার গুলির মধ্যে অন্যতম ছিল ফরাসি বিপ্লবের আদর্শের পরি প্রেক্ষিতে কোড নেপোলিয়ন নামক কিছু আইন প্রবর্তন বা প্রচলন করা। নেপোলিয়ন ফ্রান্সে প্রবর্তিত বেশ কিছু আইন বাতিল করে এবং সমগ্র ফ্রান্সের জন্য বেশ কিছু নতুন আইন কানুন বা সংহিতা চালু করেছিল তা কোড নেপোলিয়ন নামে পরিচিত।

কোড নেপোলিয়ন টিকা লেখ? বা কোড নেপোলিয়ন কি?

কোড নেপোলিয়ন প্রবর্তনের পূর্বে ফ্রান্সের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের আইন বিধি চালু ছিল। এই আইন গুলি ছিল বৈষম্যমূলক, সমাজে অপকার মূলক, পরস্পর বিরোধী, এবং যুগের অনুপযোগী।

এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই রকম আইন প্রবর্তনের জন্য কোড নেপোলিয়ন বা আইন সংহিতা প্রবর্তন করেন।

নেপোলিয়ন প্রাকৃতিক আইন ও রোমান আইনের সমন্বয়ে কোড নেপোলিয়ন রচনা করেছিলেন। এই আইনের ফল-

কোড নেপোলিয়নের ফলাফল:-

১. এই আইনের ফলে যেমন পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় তেমনি সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়।

২. ব্যক্তি বা পরিবারের বিশেষ অধিকারের পরিবর্তে সকল নাগরিকের সমান মর্যাদা এবং সুযোগ লাভের অধিকার স্বীকৃতি হয়।

৩. বংশ কৌ-লিন্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে চাকুরী প্রদান কে গুরুত্ব দেয়া হয়।

৪. বিপ্লবের ফলে সামন্ত প্রথার লোপ কোড নেপোলিয়ন কর্তৃক স্বীকৃত হলে সামন্ত প্রথার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয় ।

৫. বিচারের ক্ষেত্রে জুড়ি ব্যবস্থার প্রণয়ন করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পদ্ধতিকে আরও দৃঢ় করার প্রয়াস নেওয়া হয়েছিল কোড নেপোলিয়নে।

নেপোলিয়ন আইন সংহিতা বা কোড নেপোলিয়ন রচনা করার জন্য ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনজ্ঞ কে নিয়ে একটি কমিশন গঠন করে। এই কমিশন ১৮০০ সাল থেকে শুরু করে ১৮০৪ সাল পর্যন্ত বছরের অক্লান্ত প্রচেষ্টায় একটি সংকলন করেন।

আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য মোট ৮৪ টি অধিবেশন বসে। এর মধ্যে ৩৬ টি অধিবেশনে সভাপতিত্ব করেন নেপোলিয়ন স্বয়ং। নেপোলিয়ন ১৮০৭ খ্রিস্টাব্দে এই আইন সংহিতা নামকরণ করেন কোড নেপোলিয়ন।

নেপোলিয়নের কোড নেপোলিয়নে ২২৮৭ টি আইন ছিল আইন গুলি ছিল তিন ভাগে বিভক্ত। যথা-

বিভক্ত আইন গুলি ছিল:

  • ১. দেওয়ানী আইন
  • ২. ফৌজদারি আইন
  • ৩. বাণিজ্যিক আইন

কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের আদর্শ গুলিকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। তার এই আইন সংহিতা কেবল ফ্রান্সেই নয় ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে স্বীকৃতি পায়।

এই আইনের মাধ্যমে সকল মানুষের সমান অধিকার বিস্তার সম্ভব না হলেও এ বিষয়ে যে আন্তরিক ভাবে প্রয়াস করা হয়েছিল তা লক্ষ্য করার মতো এবং সেটি বিশেষভাবে উল্লেখ্যের দাবি রাখে।

Leave a Comment