১০০টি মজার ধাঁধা উত্তর সহ। বুদ্ধির ও হাসির ধাঁধা (ছবি সহ)

১০০টি মজার ধাঁধা

Questions and Answers

ধাঁধা 1: কোন জিনিস কাটলে বাড়ে?

পুকুর

ধাঁধা 2: লাল টুকটুকে ছোটমামা গায়ে পড়ে অনেক জামা?

পিয়াজ

ধাঁধা 3: হাত আছে পা নেই মাথা নেই তবু সে গোটা মানুষকে গিলে খায়?

জামা

ধাঁধা 4: জলের মাঝে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর বাদ দিলে হয় মহারানী?

মা

ধাঁধা 5: কোন চা খাই না?

গামছা

ধাঁধা 6: তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়, মাঝের অক্ষর বাদ দিলে হয় গানের শোভা, শেষের অক্ষর বাদ দিলে ভয় তুমি পাবে?

বিছানা

ধাঁধা 7: কোন জামা গায়ে দেয় না?

পাজামা

ধাঁধা 8: কোন স্কুলে ছাত্র পড়ে না?

গার্লস স্কুলে

ধাঁধা 9: কোন মূলের লাল ফুল?

শিমুল

ধাঁধা 10: কোন জিনিস ভেঙ্গে ব্যবহার করতে হয়?

ডিম

ধাঁধা 11: অন্ধকার ঘরে বাঁদর নাচে নানা করলে আরো নাচে?

জিহা

ধাঁধা 12: কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয়?

জন্মদিনের কেক

ধাঁধা 12: কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয়?

জন্মদিনের কেক

ধাঁধা 13: চার পায়ে বসি মোরা আট পায়ে চলি বাঘ নয় ভাল্লুক নয় আস্ত কাঁধে ঝুলি?

পালকি

ধাঁধা 14: দশমাথা একহাত চলমান তাবু রোদে জলে তবু মেলে হেঁটে যান বাবু?

ছাতা

ধাঁধা 15: ফস করে রেগে যায় জ্বলি দপ করে বাক্সেতে সারি সারি ঘুমিয়ে থাকি পড়ে?

দেশলাই

ধাঁধা 16: তিন বর্ণের নামটি তার পেশাদারী নর বিয়ে-শাদী নিয়ে সেজে ঘুরে নিরন্তর?

ঘটক

ধাঁধা 17: পেট ভরেনা না তবু খাই সব র্প্রাণী, প্রথম অক্ষর বাদ দিলে লেখার নাম হয়?

বাতাস

ধাঁধা 18: হাত দিলে বন্ধ হয়, সূর্যোদয়ে খুলে, ঘোমটা দেয়ার স্বভাব তার, মুখ নাহি তোলে?

লজ্জাবতী পাতা

ধাঁধা 19: বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায়, প্রথম অক্ষর খাটলে পড়ে হাতে উঠে যায়।

খিচুড়ি

ধাঁধা 20: এমন কি জিনিস আছে ভাই যা নিজের থাকা ভালো পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো?

লজ্জা

ধাঁধা 21: সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয়?

মেঘ

ধাঁধা 22: কোন টেবিলের পা নেই?

  • টাইম টেবিল
  • লজ্জাবতী পাতা

ধাঁধা 23: কোনটা চলে যায় কিন্তু আর ফিরে আসে না?

বয়সের

ধাঁধা 24: কোন বরের গায়ে গন্ধ?

গোবর

ধাঁধা 25: হাতি নয় ঘোড়া নয় মোটা মোটা পা তরুণ হয় লতা নয় ফুলে ভরা গা?

পালঙ্ক

ধাঁধা 26: কোন জিনিস ভেঙ্গে ব্যবহার করতে হয়?

ডিম

ধাঁধা 27: একটা ফল পড়ে আছে দুজন দেখলো পাঁচজন কুড়োল দশজন কাটলো ৩২ জন খেলো কিন্তু সাত গুজল একজন বলুন তো সে কে?

চিরুনি

ধাঁধা 28: জ্বলে চলে, না ছুঁয়ে পানি এ আবার কোন প্রাণী?

জোনাকী

ধাঁধা 29: এমন কি খাবার জিনিস, গরম নয় ঠান্ডা নয় তবু ফু দিয়ে খায়?

বাদাম

ধাঁধা 30: একমারি ডাক্তার ভাঙ্গে বন জঙ্গল দাঁত দিয়ে তোলে পোকা, সে কোন জন?

চিরুনি

ধাঁধা 31: এক গজ, গায়ে থাকে কাঁটা, পাকলে ছড়াও যদি হাতে লাগে আঠা?

কাঁঠাল

ধাঁধা 32: কি এমন জিনিস যা ব্রেকফাস্টে খেতে পারবেন না?

Dinner (রাতের খাবার)

ধাঁধা 33: রাজা পূজার পকেটে থাকি কর্ম আমার দামি চুপচাপ বসে থাকি কাজের সময় করি বমি?

পেন

ধাঁধা 34: বহু দাঁত রয়েছে কিন্তু কোন কিছু খায় না?

চিরুনি

ধাঁধা 35: আমি যাকে মামা বলি, মামা ও বলে তাই. ছেলে তাকে মামা বলে, মা ও বলে তাই কাকে সবাই মামা বলে?

চাঁদ

ধাঁধা 36: বছরে তুমি আমাকে একবার কেন দিয়ে সারা বছরই ইউজ কর তারপর আমাকে ফেলে দাও বলতো আমি কে?

ক্যালেন্ডার

ধাঁধা 37: এক থেকে নয় পর্যন্ত কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য হয়।

চার

ধাঁধা 38: কিনা ধুলে পরিষ্কার থাকে কিন্তু ধুলে নোংরা হয়।

জল

ধাঁধা 39: কে ডিম ও দুধ দুটোই দেয়?

দোকানি

ধাঁধা 40: আমি তুমি একজন দেখবে একই রূপ আমি কত কথা কই তুমি কেন চুপ?

ছায়া

ধাঁধা 41: এই ঘরে ওই ঘরে যায় দুমদুমিয়ে আছার খাই?

ঝাটা

ধাঁধা 42: কিনা ধুলে পরিষ্কার থাকে কিন্তু ধুলে নোংরা হয়।

জল

ধাঁধা 43: দুই অক্ষরের নাম যার প্রসিদ্ধ একটি গাছ নামটি উল্টে দিলে পুতি চারা গাছ?

বট

ধাঁধা 44: কোথাও কোন জল দেখি না মাঠের মাঝে জল চার অক্ষরের নাম তার কি এমন সে ফল?

নারকেল

ধাঁধা 45: বছরে আসে একবার মাসে আসে দুবার সপ্তাহে আসে চারবার দিনে আসে ছবার বলো কি আসে

ধাঁধা 46: প্রশ্ন কালো কালো ছেলেমেয়ে বালি পানি খায় বড় বড় গাছের সঙ্গে যুদ্ধ করতে যায়?

কুড়াল

ধাঁধা 47: প্রশ্ন এপারে ঢেউ ওপারে ঢেউ মাঝখানে বসে আছে বুড়ো দাদুর বউ?

কচুরিপানা

ধাঁধা 48: প্রশ্ন কোন ফলের উপরটা আমরা খায়, ভিতরে তার ফুল, ভাবতে গেলে বড় বড় পন্ডিতের হয় ভুল।

আনারস

ধাঁধা 49: প্রশ্ন তিন অক্ষরের নাম আমার মাঝের অক্ষর বাদ দিলে খেতে বড় মিষ্টি আমি, বলতো আমি কে

চিরুনি


১০০টি মজার ধাঁধা উত্তর সহ

বন্ধুরা বাংলা মজার মজার ধাঁধা উত্তর সহ পেতে আমাদের এই পোস্টটি পড়ুন [Bangla Dhadha], এখানে আমরা ১০০টি নতুন নতুন ছোটদের, বড়দের বুদ্ধির ধাঁধা যুক্ত করেছি, আপনি সহজেই ছবি সহ হাসির ধাঁধা উত্তর সহ ১৮+ প্রশ্ন উত্তর গুলো দেখে নিতে পারেন। এগুলো ভালো ভাবে পড়ে উত্তর করার চেষ্টা করুন দেখবেন খুব ভালো লাগবে, এছাড়া এই ধাঁধা গুলো আপনি আপনার বন্ধুদের জিজ্ঞাসা করেও সুন্দর খেলা খেলতে পারে।

আপনি যদি ভালো কিছু ধাঁধা জানেন তাহলে আমাদের কে জিজ্ঞাসা করতে পারেন বা আমাদের সাথে Share করতে পারেন, নিচের কমেন্ট বক্স আপনার জন্য ২৪×৭ খোলা রয়েছে।

Leave a Comment