সমাজ সেবায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা [Somaj Sebai Chatro Chatrider Bhumika Essay]

সমাজ সেবায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা [Somaj Sebai Chatro Chatrider Bhumika Essay]

সমাজ সেবায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা [Somaj Sebai Chatro Chatrider Bhumika Essay]

ভূমিকাঃ-

সমাজ একটা সঙ্গবদ্ধ ব্যবস্থা মনুষ্যত্ব বিকাশের ক্ষেত্র সমাজের মধ্য দিয়ে মানুষ তার পাশে প্রবৃত্তিকে অতিক্রম করে মনুষ্যত্ব অর্জন করে কাজেই যে সমাজ মানুষকে মানুষ হয়ে উঠতে সাহায্য করে তাকে অবশ্যই সুন্দর করে করে তোলা দরকার। এর কাছে প্রতিটি সামাজিক মানুষের কিছু না কিছু কর্তব্য থাকে ছাত্রছাত্রীরা তার ব্যতিক্রম নয় অধ্যায়ন ছাত্র-ছাত্রীদের প্রধান লক্ষ্য। এ কথা মেনে নিও বলা যায়। অধ্যয়নের পাশাপাশি সমাজের প্রতিও তাদের অনেক কর্তব্য আছে।

সমাজের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্কঃ-

ছাত্রগণ ভিন্ন গ্রহ-বাসী নয় তারা এই সমাজের সবথেকে প্রাণবান তেজ বলিষ্ঠতম অংশীদার তারাই ভবিষ্যৎ সমাজের দায়িত্বশীল নাগরিক সমাজের মেরুদন্ড। তাই সমাজ যেমন জীবনের প্রস্তুতি পর্বে ছাত্রদের সর্ববিধ সুযোগ-সুবিধা দানের চেষ্টা করবে তেমনি ছাত্ররাও ফকিরত পাঠ ছাড়াও সমাজসেবার আদর্শ উদ্বুদ্ধ হয়ে যেখানে অন্যায় অবিচার সামাজিক নিষ্কাশন চলছে তার দূরীভূত করার সংগ্রামী ঝাঁপিয়ে পড়বে

ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব ও কর্তব্যঃ-

(ক) সেবাপরায়ণতাঃ-

জনগণের কল্যাণী নিজেকে নিয়োজিত করার মধ্যেই নিহিত আছে শিক্ষার সার্থকতা অল্প বয়সে ছাত্রদের গতিশীল স্বার্থ চিন্তা ও বৈষয়িক চিন্তন হীন স্বার্থপরতা ও সেবা ধর্মে উদ্বুদ্ধ হতে হবে। এইভাবে ছাত্র মনে সেবা ধর্মী পবিত্র আদর্শ চিরস্থায়ী আসল রূপে তাদের এক সংবেদনশীল। নাগরিকী পরিণত করবে

(খ) নিরক্ষরতা দূরীকরণঃ-

আমাদের দেশের সার্বিক শিক্ষার অবস্থা খুবই খারাপ ভারতবর্ষে নিরক্ষতা একটি সামাজিক অভিশাপ এই অভিশাপ থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ছাত্ররা নিজেদের শিক্ষিত করে তোলার সঙ্গে সঙ্গে নিরক্ষর ব্যক্তিদের স্বাক্ষর করে তোলার পদ্ধতি হতে পারে ভারত ভূমিকে শিক্ষার মূল মন্ত্রী। উজ্জীবিত করতে পারে

(গ) স্বাস্থ্য ও পরিবেশ রক্ষাঃ-

আমাদের দেশের সামগ্রিকভাবে স্বাস্থ্য সচেতনতার অভাব লক্ষ্য করা যায় গ্রাম ও প্রিয় গ্রাহক (আই.ডি:501882508), 12/09/2022 -এর মধ্যে ছাড় দিয়ে আপনার বিলের পরিমান 1422/- টাকা। অতিরিক্ত ছাড় পেতে অনলাইনে (s.wbsedcl.in/U/c?6VcCs8) ধার্য তারিখের মধ্যে পেমেন্ট করুন। -WBSEDCL নানা জায়গায় নানা রোগের জীবাণু শরিয়া আছে অপরিচ্ছন্নতা দূরীকরণে ছাত্ররা নিজেরাই হাত লাগায় গ্রামেও শহরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলে সমাজের অধিকাংশ লোকই সর্বনাশা। বাঘের নে শা আচ্ছন্ন এই পতনের হাত থেকেও তাদের শ্রেষ্ঠ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ছাত্র-ছাত্রীরা অগ্রণী ভূমিকা গ্রহণ করে

(ঘ) প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইঃ-

কুসংস্কার আচ্ছন্ন আমাদের সমাজ এর কারণ অজ্ঞতা এবং প্রথার প্রতি নির্বেচার অনুগত্য মানুষের অজ্ঞতা ও দুর্বলতার সুযোগ নিয়ে আজও নানান টুকটাক তাবিজ মাদুলি নিয়ে বন সাধুদের রমরমা চলছে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে সমাজকে কুসংস্কার গলি থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে পণপ্রথার মত একটি সামাজিক পাপের বিনষ্ট ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে তাহলেই ধীরে ধীরে সমাজ প্রথা ও কুসংস্কার বিলুপ্তি সম্ভব হবে

(ঙ) প্রতিবাদ ও জাতীয় সংহতি রক্ষাঃ-

সমাজে প্রতিনিয়ত অন্যায় অবিচার ঘটে চলেছে এসব ক্ষেত্রে ছাত্রদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিদ্বেষ প্রবল হয়ে উঠেছে। এই সংকীর্ণ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্রছাত্রীকে আন্তরিকভাবে পদ্ধতি হতে হবে একমাত্র পারে দেশের জাতীয় সংহতি রক্ষা করতে

উপসংহারঃ-

ছাত্র সমাজ একটি বৃহৎ শক্তি এই শক্তি যদি সমাজ কল্যাণে নিয়োজিত হয় তাহলে সমাজের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত ছাত্রছাত্রীরা সচেষ্ট হলে একদিন না একদিন সেই আদর্শ সমাজ গড়ে উঠবেই দেশবাসীর কল্যাণ আসতেছে তাদের জীবন হবে স্বার্থ স্বার্থ

Leave a Comment