পৃথিবীর বিভিন্ন জায়গায় বাঙালি মানুষ বাস করে। আর বাংলাতে কথা বলতেও ভালোবাসে। কিন্তু দেখাগেছে আমরা বাঙ্গালী হয়ে কিছু শব্দ সরাসরি ইংরেজি ভাষা থেকে তুলে নিয়েছি। তার মানে এই নয় তার কোনো বাংলা শব্দার্থ নেই। আছে অবশ্যই আছে।
বর্তমানে গুগোল একটি ইংলিশ থেকে বাংলা Translator নিয়ে এসেছে। যার কাজ হলো আপনি যা কিছু ইংলিশ এ লিখুন তৎক্ষণাৎ তা বাংলাতে রূপান্তরিত হবে। তবে দুঃখের বিষয় যখন আপনি Mobile এর বাংলা অর্থ বা শব্দার্থ জানতে চাইবেন। এটি বলবে মোবাইল। মানে হলো Mobile = মোবাইল।
এত বাংলা উচ্চারণ। কোনো বাংলা আর্থ নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক মোবাইলকে বাংলা ভাষায় কি বলে।
মোবাইল এর অনেক কটি বাংলা মানে হয়। তার মধ্যে সবথেকে প্রচলিত আর ভাষা গত বৈশিষ্ট্য বাংলা অর্থ হলো চলভাস।
Mobile = চলভাস
ভাসমান কথা যখন কোন এক যন্ত্র থেকে আর এক যন্ত্রে প্রেরিত হয়। এবং একে পরের সাথে ভাব বিনিময় করতে সক্ষম হয় তাকেই বলে চলোভাস।
এছাড়াও বাংলা অভিধানে Mobile এর আরো কিছু বাংলা অর্থ কম বেশি প্রচলিত আছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক।
Mobile এর বাংলা প্রচলিত আর্থ:
- Mobile –চলভাস
- Mobile – মুঠোফোন
- Mobile – কথা যন্ত্র
- Mobile – চলভাষ
- Mobile – চলমান দূরভাষ যন্ত্র
- Mobile – সেলুলার ফোন
যেহেতু সাধারণ মানুষ মোবাইল শব্দটিই বেশি ব্যাবহার করে তাই, এর বাংলা অর্থ ৯৯% মানুষেরই অজানা। একজন থেকে আপনিও জানতে পারলেন এর বাংলা প্রধান ও অন্যান্য অর্থ।