গান হলো বিনোদনের আর এক নাম, আবার সেখানে যদি আমি বাংলায় গান গাই এর মত গান হয় তাহলে তো আর কোনো কোথায় নেই। আমরা দুঃখে গান শুনি, আনন্দে গান শুনি, একাকীত্বে গান শুনি আবার, কষ্টে গান শুনি কারণ গানি হলো এমন একটি জিনিস যা একমাত্র আমাদের সেই মুহূর্তের অবস্থার একমাত্র সঙ্গী হয়ে উঠতে পারে।
গান তো অনেক আছে, কিন্তু আধুনিক গানের মধূর্জটাই আকম আলাদা। তাই সময় পেলেই আমি মহাশয় প্রতুল মুখোপাধ্যায় এর একটি গান বার বার শুনি সেটা হলো:-
আমি বাংলায় গান গাই
প্রতুল মুখোপাধ্যায়