দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা। [PDF Download File]

দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আধুনিক জীবনে বিজ্ঞান,মানব জীবনের বিজ্ঞান, বিজ্ঞান ও আধুনিক সভ্যতা, বিজ্ঞানের সুফল ও কুফল, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ।

দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা

ভূমিকা:

বর্তমান সভ্যতা মানুষের বহু শতাব্দীর সাধনার ফসল। এই বিজ্ঞানের সূচনা করেছে আমাদের সেই গুহাবাসী পূর্বপুরুষেরা। যেদিন তারা পাথরে পাথরে ঘর্ষণে আগুনের আবিষ্কার করেছে সেদিন থেকে বিজ্ঞানের রথযাত্রা শুরু হয়েছে।

আজ সভ্যতা আর বিজ্ঞান পরস্পরের সঙ্গে অঙ্গ আঙ্গিক ভাবে জড়িয়ে রয়েছে। মানুষ প্রতি মুহূর্তে বিজ্ঞানকে আশ্রয় করে চলেছে। আজকের মানুষ ঘুম ভাঙ্গা থেকে রাত্রে বিছানায় শুতে যাওয়া পর্যন্ত প্রতি ক্ষেত্রে বিজ্ঞানকে আশ্রয় করে চলেছে। আকাশ পাতাল চারিপাশে সেই বিজ্ঞান জড়িয়ে রয়েছে। তাই আজ বিজ্ঞানের সাহায্য ছাড়া জীবন অচল জড় মৃত্যু প্রায় হয়ে পড়েছে।

বর্তমান জীবনের বিজ্ঞান নির্ভরতা:

বিজ্ঞানীদের সাধনা ও গবেষণার জন্য আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলি পাচ্ছি। বিজ্ঞানকেবাদ দিয়ে আমরা আজ কিছুই ভাবতে পারি না এক পাও ফেলতে পারি না। খুব সকালে যে ঘড়িটা ঘুম ভাঙ্গিয়ে দেয় তারপর দাঁত মাজার মাজন ব্রাশ, এসবই বিজ্ঞানের তৈরি। তারপর চা, রান্নার হিটার ,সংবাদপত্র, মিলের তৈরি জামা কাপড় ,আমোদ প্রমোদের জন্য সিনেমা, দূরদর্শন,ফ্রিজ ,কম্পিউটার প্রভৃতি বিজ্ঞানের দান।

স্বাস্থ্যের ব্যাপারে বিজ্ঞান প্রচন্ডভাবে জড়িয়ে আছে। চাষবাসের ক্ষেত্রে কলকারখানা যন্ত্রপাতি এমনকি মহাকাশ গবেষণায় বিজ্ঞান অপরিহার্য এক কথায় বলতে গেলে বাড়ির আনাচে-কানাচে, পথেঘাটে ,স্কুল কলেজে, অফিস আদালতে, আমোদ প্রমোদে,অনুষ্ঠানে প্রতিষ্ঠানে ,বিজ্ঞানকে কেউ অস্বীকার করতে পারবে না।

চিকিৎসার ক্ষেত্রে বিজ্ঞান:

চিকিৎসার ক্ষেত্রে বিজ্ঞানের সাফল্য অনস্বীকার্য। রোগ নির্ণয় থেকে রোগ নিরাময় পর্যন্ত বিজ্ঞান নির্ভর রক্ত ,মল, মূত্র,ইত্যাদি পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়। এছাড়া বিজ্ঞান পেনিসিলিন, বিভিন্ন টিকা, এক্সরে ,কার্ডিও গ্রাফি, ইসিজি, মানুষের হাতে তুলে দিয়েছে। রক্তের চাপ মাপার জন্য সিফগমো ম্যানোমিটার আবিষ্কার হয়েছে। মানুষের চেতনা করার জন্য ক্লোরোফরম আবিষ্কার হয়েছে, এছাড়াও আলট্রাসোনোগ্রাফ যন্ত্র চিকিৎসার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য আবিষ্কার।

অবসর বিনোদন:

শুধু শরীরকে ভালো রাখলেই চলবে না তার সঙ্গে একটু অবসর জীবনযাপন করতে হবে সেদিকেও বিজ্ঞান লক্ষ্য দিয়েছে। বিজ্ঞান দিয়েছে সিনেমা, থিয়েটার ,রেডিও, টিভি, ভিডিও, ভিসিআর ,সিডি ,মোবাইল ,এ ছাড়াও কত উপকরণ একটি বোতাম টিপলেই গান বাজনা ,নাটক ,হাতের মুঠোয় এছাড়াও টেলিফোন, এয়ার কন্ডিশনার ফ্রিজ ,ইত্যাদি শীতকালে ঠান্ডা জলকে গরম করার যন্ত্র তাও বিজ্ঞান এর তৈরি।

যানবাহন ব্যবস্থা: 

আজকের মানুষ আর ঘরে বসে কাটায় না। কেউ যায় দূর দূরান্তে বেড়াতে, কেউ বা যাই অফিসের কাজে, কেউবা কারখানায়, কেউবা কর্মক্ষেত্রে তাদের জন্য সর্বদাই যানবাহনপ্রস্তুত রয়েছে। সাইকেল থেকে আরম্ভ করে ট্রেন, ট্রাম, বাস, লরি ,মোটর গাড়ি কোন কিছুর কমতি নেই এছাড়াও আরো দ্রুত যোগাযোগের ব্যবস্থা হল এরোপ্লেন, ইন্টারনেট ,ইমেইল, এ সকল বিজ্ঞানের আবিষ্কার। তাই এখন দূর আর দূর নেই, চলে এসেছে হাতের মুঠোয়।

বাড়িতে বিজ্ঞান:

সকাল থেকে রাত্রি পর্যন্ত হিসাব নিলে দেখি বিজ্ঞান একটি পর একটি জিনিস আমাদের কাছে যুগিয়ে দেয় দাঁতের মাজন, চা এর উপকরণ ,সংবাদপত্র, রেডিওর খবর ,খবরের কাগজ, কলম ,বই পত্র ,গ্যাস ওভেন ,স্ট্রোভ ,ফ্রিজ ,এয়ার কুলার, ইলেকট্রিক ফ্যান ,ইস্ত্রি, তেল, সাবান, প্রসাধন দ্রব্য পোষাক পরিচ্ছেদ, ঔষধপত্র ,এসবই বিজ্ঞানকে বাদ দিয়ে নয় এগুলি বাদ দিলে জীবনযাত্রা অচল হয়ে পড়বে।

চাষবাসের ক্ষেত্রে বিজ্ঞান:

চাষবাসের ক্ষেত্রে বিজ্ঞানের দান কম নয়। বিজ্ঞান দিয়েছে উন্নত যন্ত্রপাতি, ট্রাক্টর ,পাম্প মেশিন, উন্নত বীজ, রাসায়নিক সার কীটনাশক পদার্থ ইত্যাদি এর ফল হিসেবে পৃথিবী হয়ে উঠেছে শস্য শ্যামলা, তাই সকলের মুখে দু’মুঠো অন্য জুটেছে।

মহাকাশ গবেষণায় বিজ্ঞান:

বিজ্ঞান তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ। আকাশের সাহায্যে আমরা যেমন আবহাওয়ার খবর জানতে পারি তেমনি দূর দূরান্তের ঘটে যাওয়া ঘটনা রেডিও, টিভিতে প্রত্যক্ষ করি। পৃথিবীর এক প্রান্তে বলা কথা অপর প্রান্তে শুনতে পায় টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ,ইমেল এর মাধ্যমে এছাড়াও এর সাহায্যে নজরদারি পাহারাওচলে বহিঃ শত্রুর আক্রমণকে প্রতিহত করার জন্য ।তৈরি হয়েছে মহাকাশযান, পাড়ি দিয়েছে চাঁদে ,মঙ্গল গ্রহে। মহাকাশে নৃত্য নতুন যে পরিবর্তন ঘটেছে তাও আমরা জানতে পারছি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে।,

উপসংহার।

বিজ্ঞান আবিষ্কার করেছে পরমাণু বোমা যার একটি আঘাতে পৃথিবী শূন্য হয়ে যেতে পারে। ঠিক তেমনি ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার পরমানু বোমার আঘাতে জাপানের দুটি ফুলের মত শহর হিরোশিমা ও নাগাসাকি পরিণত হয়েছিল শ্মশানে।

                     মানুষ বিজ্ঞানকে নিজের প্রয়োজনে ব্যবহার করে তাই তার উচিত বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করা তা না হলে একটি ধ্বংসের ভয় তাকে ভীত করে রাখবে যেমন হয়েছিল হিরোশিমা ও নাগাসাকিতে। তাই বিজ্ঞানের যেমন ভালো দিক রয়েছে, ঠিক তেমনি খারাপ দিকও রয়েছে। তাই মানুষের উচিত বিজ্ঞানকে সঠিক কল্যাণে ব্যবহার করা। একমাত্র মানুষই পারে এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।


দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রবন্ধ রচনা [Doinondin Jibone Bigyan Essay]

ভূমিকাঃ-

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান ছাড়া আমরা এক মুহূর্তও কল্পনা করতে পারিনা। বিজ্ঞান জীবনে এনে দিয়েছে গতি।আমাদের চারপাশে বিজ্ঞানের অভাবনীয় চোখ ধাঁধানো সাফল্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।জীবনযাত্রার মান উন্নয়ন এবং জীবনকে সুন্দর করার জন্য চাই বিজ্ঞান শিক্ষা।বিজ্ঞান শিক্ষা দিয়েই বিশ্বায়নের এই যুগে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব।নয়তো অন্ধকার পৃথিবীতে মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। বিজ্ঞান মানুষকে দিয়েছে জ্ঞান যার মাধ্যমে মানুষ জীবনকে আরো সহজ ও সুন্দরভাবে উপভোগ করতে পারছে।

বিজ্ঞান কি?

বিজ্ঞান হলো বিমূর্ত জ্ঞান।বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যার বাস্তব রূপায়ণ ঘটে, উন্নত সভ্যতার মূল চাবিকাঠি হল বিজ্ঞান।

বিজ্ঞানের জয়যাত্রাঃ-

যেদিন থেকে মানুষ আগুনে ব্যবহার শিখেছে, চাকা আবিষ্কার করেছে সেদিন থেকেই শুরু হয়েছে বিজ্ঞানের জয়যাত্রা। এরপর বিজ্ঞান সারথী হয়ে এখনো এগিয়ে নিয়ে যাচ্ছে সভ্যতাকে। শিল্প বিপ্লবের সময়কালে বাষ্প শক্তি আবিষ্কার এই জয়যাত্রাকে কিছুটা এগিয়ে দিল এরপর এলো বিদ্যুৎ শক্তি যা আজও আমাদের কাছে বর্তমান। বিজ্ঞান প্রযুক্তির সর্বশেষ শক্তিশালী আবিষ্কার হল পারমাণবিক শক্তি। এরূপ বিজ্ঞানের দানে প্রতি নিয়ত আমরা সমৃদ্ধশালী হয়ে উঠছি।

দৈনন্দিন জীবনে বিজ্ঞানের দানঃ-

দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। আমাদের জীবন ও বিজ্ঞান যেন অবিচ্ছেদ্য সত্তা। সকালে ঘুম ভাঙ্গা থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনে ছায়ার মত সঙ্গী বিজ্ঞান। সকালে ঘড়ির এলার্ম এর আওয়াজে শুরু হয় আমাদের সকাল। সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা সংবাদ মাধ্যম এর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যায়। বিশ্ববার্তা বেতারের মাধ্যমে আমাদের কাছে ঘটে যাওয়া ঘটনা পৌঁছে যায়। বিভিন্ন ছবি ফুটে ওঠে টেলিভিশনের পর্দায়। স্মার্টফোনের মাধ্যমে প্রিয়জনের সাথে ভিডিও কলের মাধ্যমে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিই।

আর বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে আমাদের পরিচয় গড়ে উঠছে যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি।প্রতিনিয়ত বিজ্ঞান আমাদের চাওয়া গুলো পূরণ করেই চলেছে। বিজ্ঞান মানুষের বাস গৃহগুলি টিভি,ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, ওভেন ইত্যাদির উপস্থিতিতে পরিণত করেছে ছোট ছোট বিজ্ঞান কক্ষে।

কৃষিক্ষেত্রে বিজ্ঞানঃ-

কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান যথেষ্ট। ভূমিকর্ষণ, বীজ বপন, জ্লসেচ,ফসল তোলা,ঝাড়াই-মাড়াই, সংরক্ষণ ইত্যাদি সব ক্ষেত্রেই রয়েছে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অকৃপণ দানেই মরুভূমি হয়ে উঠেছে সুজলা সুফলা শস্য শ্যামলা।

শিল্পক্ষেত্রে বিজ্ঞানঃ-

শিল্পে বিপ্লব এনেছে বিজ্ঞান।বিজ্ঞান চালিত বিভিন্ন যন্ত্রপাতির দানবীয় শক্তি কাজে ব্যাপক গতি এসেছে। কলকারখানা, ফ্যাক্টরি, শিল্প সংস্থা প্রভৃতি শিল্পক্ষেত্রে আজ বিজ্ঞান তার রাশি রাশি ডালি নিয়ে হাজির।কম্পিউটার নামক গণক যন্ত্রের আবিষ্কার বিজ্ঞানের অন্যতম আবিষ্কার।

চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞানঃ-

বিজ্ঞান চিকিৎসাজগতে এনেছে অভাবনীয় পরিবর্তন। বিভিন্ন দুরারোগ্য ব্যাধির প্রতিষেধক ওষুধপত্র ও টিকা আবিষ্কারের ফলে বহুলাংশে মৃত্যুহার কমেছে। এক্সরে, ইসিজি, হৃৎপিণ্ড পরিবর্তন,ব্রেন অপারেশন ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানের জয়জয়কার।

শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানঃ-

শিক্ষা সংক্রান্ত অধিকাংশ জিনিসই বিজ্ঞানের দান। বই,খাতা, কলম, বোর্ড সবই বিজ্ঞানের দান। আজকালকার শিক্ষা ব্যবস্থায় স্থান করে নিয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির নানা উপকরণ।

যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞানঃ-

যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান এনেছে গতি, দূর করেছে নিকট।মানুষ আজ পৃথিবীর সীমা ছাড়িয়ে অসীম আকাশে পাড়ি দিচ্ছে বিজ্ঞানের দানে।

অবসর বিনোদনে বিজ্ঞানঃ-

মানুষের কর্মজীবনে ক্লান্তি দূরীকরণে অবসর বিনোদনের জন্য বিজ্ঞান দিয়েছে টিভি, সিনেমা, কম্পিউটার মোবাইল আরো কত কিছু।

প্রযুক্তিবিদ্যায় বিজ্ঞানঃ-

দৈনন্দিন জীবনে প্রযুক্তিগত উন্নতির কারণে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এসেছে।ফেসবুক, ইমেইল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মানুষ দ্রুত কোন সংবাদ একে অপরের কাছে পৌঁছে দিতে পারছে। স্মার্টফোনের এক ছোঁয়ায় তামাম দুনিয়া চলে এসেছে হাতের মুঠোয়।

বিজ্ঞানের কুফলঃ-

আমাদের দৈনন্দিন জীবনে চব্বিশ ঘন্টায় আমরা বিজ্ঞান নির্ভরশীল। বিজ্ঞান ছাড়া জীবন যেন অপরিপূর্ণ। তবে প্রদীপের তলায় যেমন অন্ধকার থাকে ঠিক তেমনি বিজ্ঞানেরও এক হাতে রয়েছে সুধা পাত্র ও অপর হাতে রয়েছে বিষপাত্র। বিজ্ঞান দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ।পরিবেশ দূষণের অন্যতম কারণ বিজ্ঞানের অগ্রগতি। বিজ্ঞানের বলে বলিয়ান হয়ে মানুষ আজ মারনাত্মক অস্ত্র আবিষ্কার করেছে যার ফল নিশ্চিত ধ্বংস।

উপসংহারঃ-

বিজ্ঞান যেভাবে দৈনন্দিন জীবনে আমূল পরিবর্তন করে চলেছে ঠিক সেই ভাবে বিজ্ঞান আবার কিছু কিছু ধ্বংসাত্মক দিকেও ঠেলে দিচ্ছে। তবে মানুষের উপর বিশ্বাস হারানো ঠিক নয়। পৃথিবীতে এখনো বিবেকবান মানুষের অভাব নেই।ধীরগতিতে হলেও বিশ্ববিবেক জাগ্রত হচ্ছে।আশা করা যায় মানুষ এই বিজ্ঞানকে সার্বিক মানব কল্যাণে ব্যবহার করবে। বিজ্ঞান কোটি কোটি মানুষের আশীর্বাদ লাভে ধন্য হবে।পৃথিবী হইতো মুক্তি পাবে বিশ্বায়ণের হাত থেকে।

1 thought on “দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা। [PDF Download File]”

  1. দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনাটি পড়ে ভালো লাগলো। অনেকদিন পর রচনাটি পড়লাম। আপনার লেখনীও খুবই ভালো। আমি আপনার একজন নিয়মিত পাঠক বাংলাদেশ থেকে দয়াকরে এপ্রুভ করবেন কমেন্টটি। Whatsupbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

    Reply

Leave a Comment

Don`t copy text!