Model Activity Task Class 8 January 2022 |মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী [All Subjects]

Model Activity Task Class 8 January 2022 Part 1 [Health and Physical Educatio] – আমার প্রিয় ভাই বোন আসা করি আপনারা খুব ভালো আছেন, আজ আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস এইট মডেল এক্টিভিটি টাস্ক ২০২২ (Model Activity Task Class 8 স্বাস্থ্য ও শারীর শিক্ষা)।

Model Activity Task Class 8 January 2022 |মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী [All Subjects]

এখানে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, হেলথ & ফিজিক্যাল (n Activity Task January 2022) সহ অন্যান্য বিষয়ে প্রশ্ন উত্তর গুলো উপস্হাপন করলাম যেগুলো আপনার শিক্ষা ওর Health উভয়েরই কাজে লাগবে।

মডেল অ্যাক্টিভিটি টাস্কVIII
অষ্টম শ্রেণীPart 1 (January 2022)
বিষয়স্বাস্থ্য ও শারীর শিক্ষা
পূর্নমান20

আপনাদের সহজ্জআর্থে এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের Class 8 Model Task Activity এর Part 1 এর উত্তর গুলো নিম্নে দিলাম। আপনাদের কাছে আনুরোধ প্রথমত প্রশ্ন উত্তর গুলো কোনো রকমের Answers Sheets না দেখে উত্তর করি। সর্বশেষ যদি কোনো সমস্যা হয় তবে আপনারা এই উত্তর পত্র টি দেখে নিজের প্রশ্নও উত্তর গুলি Verify করতে পারেন।

Raed More তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা রচনা


Class 8 Health and Physical Education Questions and Answers

১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১ × ৬ = ৬

(ক) শারীরশিক্ষার লক্ষ্য হল ব্যক্তিসত্তার _____________ ।

(i) কর্মসূচি (ii) ক্রিয়াকৌশল (iii) উন্নতি (iv) পূর্ণবিকাশ

উত্তর : শারীরশিক্ষার লক্ষ্য হল ব্যক্তিসত্তার পূর্ণবিকাশ

(খ) শারীরশিক্ষা হল শিক্ষার সেই অংশ, যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির _____________ গড়ে ওঠে।

(i) ব্যক্তিত্ব (ii) শৈশব (iii) আচরণবিধি (iv) শৃঙ্খলা

উত্তর : শারীরশিক্ষা হল শিক্ষার সেই অংশ, যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণবিধি গড়ে ওঠে।

(গ) শারীরশিক্ষার অবদান সমাজ জীবনে _____________ ।

(i) অবহেলিত (ii) গৌণ (iii) স্বাভাবিক (iv) অনস্বীকার্য

উত্তর : শারীরশিক্ষার অবদান সমাজ জীবনে অনস্বীকার্য

(ঘ) শারীরশিক্ষার জৈবিক প্রয়ােজনীয়তা হল _____________ ।

(i) সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ (ii) মানসিক বিকাশ (ii) অভ্যাস গঠন (iv) আন্তর্জাতিক বােঝাপড়া

উত্তর : শারীরশিক্ষার জৈবিক প্রয়ােজনীয়তা হল সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ

(ঙ) স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল _____________ ।

(i) নমনীয়তা (ii) গতি (iii) ক্ষিপ্রতা (iv) ভারসাম্য

উত্তর : স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল নমনীয়তা

(চ) দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলাে _____________ ।

(i) সমন্বয় সাধন (ii) দেহ উপাদান (iii) নমনীয়তা (iv) পেশি সহনশীলতা

উত্তর : দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলাে সমন্বয় সাধন

২। বাম-স্তম্ভের সঙ্গে ডান-স্তম্ভের সমতাবিধান করাে। ১ × ৪ = ৪

উত্তর:-

বাম স্তম্ভডান স্তম্ভ
(ক) গতি(iii) নূন্যতম সময়ে অতিক্রান্ত দূরত্ব
(খ) প্রতিক্রিয়া সময়(iv) নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়
(গ) নমনীয়তা(i) অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা
(ঘ) খিপ্রতা(ii) শাটল রান
৩। রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : ৫ × ২ =১০

(ক) আধুনিক জীবনে শারীরশিক্ষার প্রয়ােজনীয়তা ব্যক্ত করাে। 

উত্তর : আধুনিক জীবনে শারীর শিক্ষার প্রয়ােজনীয়তা অনস্বীকার্য। এর প্রয়ােজনীয়তা নিম্নরূপ —

(১) শিশুর সর্বাঙ্গিণ বিকাশ।

(২) শারীরিক বৃদ্ধি ও উন্নতি।

(৩) বৌদ্ধিক বিকাশ ।

(৪) প্রক্ষোভিক গুণাবলির বিকাশ ও তার নিয়ন্ত্রণ।

(৫) সামাজিক সমন্বয়সাধন ।

(৬) শারীরিক সক্ষমতা বৃদ্ধি ।

(৭) স্নায়ু ও পেশির সমন্বয়সাধন ।

(৮) মূল্যবােধের বিকাশ ।

(৯) নেতৃত্বদান ও গণতান্ত্রিক চেতনার বিকাশ ।

(১০) বিনােদন ।

(১১) সৃজনশীলতার প্রকাশ ।

(১২) জাতীয়সংহতি রক্ষা করা।

(১৩) আন্তর্জাতিক বােঝাপড়া।

(১৪) শারীরিক প্রতিবন্ধকতা, বার্ধক্য, রােগপ্রতিরােধ ও নিরাময়।

(খ) ১৯১১ সালের ঐতিহাসিক আই এফ এ শিল্ড ফাইনাল খেলা সম্বন্ধে তুমি যা জানাে লেখাে।

উত্তর :  অনেক সময় খেলা হয়ে ওঠে আত্ত সম্মানের এবং প্রানের চেয়েও অধিক। তখন খেলা আর খেলা থাকেনা তা হয়ে ওঠে দেসাত্ত বোধক দেশবাসীর প্রাণ শক্তি, এমনটাই হয়েছিল ১৯১১ সালের মোহনবাগান বনাম ইস্টইয়র্ক ফুটবল ম্যাচ। তৎকালীন সময়ে একদিকে যেমন ইস্টইয়র্ক দল জয়ের উদ্দাম গতি ধারণ করেছেন অন্য দিকে মোহনবাগান মিডলসেক্স মত টীমকে পরাজিত করে আত্তবল মধ্য গগনে বিরাজমান।

এই ভাবে ১৯১২ সালে টিম মোহনবাগান ও ইস্টইয়র্ক এই. এফ.এ শিল্ডে যোগদান করে। দেশাত্মবোধে উবুদ্ধো হয়ে মাঠে নামে মোহনবাগানের খেলোয়াড়েরা। খেলার শুরু থেকেই দেখাযায় টানটান উত্তেজনা। এর পর আসে হাফ টাইম। খেলার পরবর্তী অংসে শুরুহয় মোহনবাগানের ব্যাক টু ব্যাক অ্যাটাক।

খেলা শেষের করক মিনিট আগে অভিলাষ ঘোষের বলে একটি গোল হয় এবং খালার সমাপ্তি ঘটে। মোহনবাগানের জয় ঘোষণা হয়। এই সময় দেশের মানুষ মোহনবাগানের জয়ে উল্লাসিত হয়ে ওঠে এবং দেশের মানুষ তথা বাংলার মানুষের মনে জেগে ওঠ এক সাধীন বাতাসের অনুভূতি। শুরু হয় অসময়ের দীপাবলি।


বিশেষ দ্রষ্টব্য:

ভাই ও বোন আপনারা উত্তর গুলো নিজে করার চেষ্টা করুন এবং উপ্রুক্ত Answers List এর উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজে নিজে উত্তর করার চেষ্টা করুন। সুতরাং আপনি পরবর্তী সময়ে নিজেকে আরো ভালো ভাবে প্রস্তুত করতে পারবেন।

Leave a Comment