ইসলামিক কুইজ – প্রশ্ন উত্তর প্রতিযোগিতা ২০২৪ [Islamic Quiz in Bengali]

ইসলামিক কুইজ

আসসালমুআলাইকুম আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই ইসলামিক কুইজ প্রশ্ন উত্তর প্রতিযোগিতায়। আলোচ্য পোস্টে আপনারা ১০০ টি ইসলামী প্রশ্ন ও তার উত্তর স্থাপন করেছি। এই সম্পূর্ণ Question & Answers গুলি পড়লে আপনি ইসলাম ধর্মের সম্পর্কে অনেক কিছু নতুন তথ্য জানতে পারবেন হয়তো যেটা আপনার অজানা।

ইসলামিক কুইজ - প্রশ্ন উত্তর প্রতিযোগিতা ২০২৪ [Islamic Quiz in Bengali]

এছাড়া এই প্রশ্ন গুলি আপনি আপনার ছোট ছেলে মেয়েদের করতে পারেন এবং ইসলাম ধর্ম সম্পর্কে অবগত করতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ইসলামিক কুইজ।

১০০ টি ইসলামি প্রশ্ন উত্তর Quiz and Answers

১/ আমাদের সৃষ্টিকর্তার নাম কি?
উঃ- আল্লাহ্

২/ আল্লাহর কতগুলো নাম আছে?
উঃ- ৯৯ টি

৩/ আল্লাহর ৯৯ টি নাম মুখস্থ করার ফজিলত কি?
উঃ- মুখস্থ করে যদি কেও আমল করে তার বিনিময় জান্নাত।

৪/ ঈমানের সর্বোচ্চ শাখা কি?
উঃ- কলেমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ পাঠ করা।

৫/ ঈমানের সর্বনিম্ন শাখা কি?
উঃ- রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।

৬/ সর্বশেষ আসমানী কিতাবের নাম কি?
উঃ- কোরান

৭/ মানুষের মৃত্যু হলে কবরে তাকে কি কি প্রশ্ন করা হবে?
উঃ- তিনটি প্রশ্ন করা হবে।যথা (১) তোমার রব কে?
(২) তোমার নবী কে?
(৩) তোমার দ্বীন কি?

৮/ জ্বীন জাতি কিসের তৈরি?
উঃ- আগুনের

৯/ পবিত্র কুরআনুল কারীমে কতগুলো সুরা আছে?
উঃ- ১১৪ টি

১০/ পবিত্র কোরানের প্রথম সুরার নাম কি?
উঃ- সুরা ফাতিহা

১১/ পবিত্র কোরানের সবচেয়ে বড় সুরার নাম কি?
উঃ- সুরা বাকারা

১২/ পবিত্র কোরানের সবচেয়ে ছোট সুরার নাম কি?
উঃ- সুরা কাওসার

১৩/ পবিত্র কোরানের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোন টি?
উঃ- আয়াতুল কুরসী

১৪/ ফরজ নামাজ শেষে কোন সুরাটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকেনা?
উঃ- আয়াতুল কুরসী

১৫/ পবিত্র কোরানের কোন সুরাটি কোরানের এক তৃতীয়াংশের সমান?
উঃ- সুরা ইখলাস

১৬/ পবিত্র কোরানের কোন সুরাটি কোরানের এক চতুর্থাংশের সমান?
উঃ- সুরা কাফেরুন

১৭/ পবিত্র কোরানের সুরাটি জুম্মার দিন পাঠ করা মুস্তাহাব?
উঃ- সুরা কাহাফ

১৮/ পবিত্র কোরান নাযিল হতে কত সময় লেগেছে?
উঃ- ২৩ বছর

১৯/ পবিত্র কোরানের সর্বপ্রথম কোন সুরাটি পূর্ণাঙ্গরূপে নাযিল হয়?
উঃ- সুরা ফাতিহা

২০/ সর্বপ্রথম কে কোরান একত্রিত করেন?
উঃ- আবুবকর(রাঃ)।

২১/ পবিত্র কোরানের কোন সুরায় ‘মীম’ অক্ষরটি নেই?
উঃ- সুরা কাওসার

২২/ পবিত্র কোরানের কোন সুরায় প্রথমে বিসমিল্লাহ নেই?
উঃ- সুরা তওবা

২৩/ আল্লাহর কোরানের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ কোনটি?
উঃ- সহীহ বুখারী

২৪/ আমাদের প্রিয় নবীজীর নাম কি?
উঃ- মুহাম্মদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

২৫/ বিশ্বনবীর আব্বু ও আম্মীর নাম কি?
উঃ- আব্বু-আবদুল্লাহ/আম্মি-আমেনা

২৬/ নবীজী কত বছর বয়সে তাঁর আব্বু ও আম্মী ইন্তেকাল করেন?
উঃ- তাঁর জন্মের আগেই আব্বু ও ছয় বছর বয়সে আম্মী ইন্তেকাল করেন।

২৭/ যুবক বয়সে নবীজী কি করতেন?
উঃ- ব্যবসা

২৮/ নবীজী কোন পাহাড়ের কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন?
উঃ- নূর পাহাড়ের হেরা গুহায়

২৯/ নবীজী কতবার ওমরাহ করেছেন?
উঃ- চার বার

৩০/ নবীজী কতবার হজ্জ করেছেন?
উঃ- একবার

৩১/ নবীজী কবে মৃত্যুবরণ করেন?
উঃ- ১২ ই রবিউল আওয়ালে।

৩২/ কত বছর বয়সে নবীজী ইন্তেকাল করেন?
উঃ- ৬৩ বছর

৩৩/ মক্কা বিজয় কোন মাসে হয়েছিল?
উঃ- ১৭ ই রোমজান

৩৪/ সর্বপ্রথম নবী কে?
উঃ- আদম(আঃ)

৩৫/ কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন?
উঃ- ঈশা(আঃ)

৩৬/কোন নবী পশু-পাখি,বাতাসের সাথে কথা বলতেন?
উঃ- সুলাইমান(আঃ)

৩৭/ কোন নবী কাঠুরিয়া ছিলেন?
উঃ- যাকারিয়া(আঃ)

৩৮/ কোন নবী নিজের হাতে রোজগার করে সংসার চালাতেন?
উঃ- দাউদ(আঃ)

৩৯/ কোন নবী জেল খেটেছেন?
উঃ- ইউসুফ(আঃ)

৪০/ ইউসুফ(আঃ) কতদিন জেল খেটেছেন?
উঃ- ৭ বছর

৪১/ কোন নবী মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন?
উঃ- ইউসুফ(আঃ)

৪২/ কোন নবীকে নবীদের পিতা বলা হয়?
উঃ- ইব্রাহীম(আঃ)

৪৩/ কোন বাদশা ইব্রাহিম (আঃ) কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন?
উঃ- নমরুদ

৪৪/ কোন নবী তাঁর ছেলেকে সাথে নিয়ে কাবাঘর তৈরি করেন?
উঃ- ইব্রাহিম(আঃ)

৪৫/ কোন নবী নিজ দুশমনের বাড়িতে লালিত পালিত হন?
উঃ- মুসা(আঃ)

৪৬/ কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন?
উঃ- মুসা(আঃ)

৪৭/ ইয়াকুব(আঃ)আর এক নাম কি?
উঃ- ইসরাইল

৪৮/ ফেরেশ্তাগণ কোন নবীর গোসল দিয়েছিলেন?
উঃ- হানযালা(রাঃ)

৪৯/ হামজা(রাঃ) কোন যুদ্ধে শহীদ হন?
উঃ- উহুদ যুদ্ধে

৫০/ কোন সাহাবী ইসলামের প্রথম মোয়াজ্জেম ছিলেন?
উঃ- বেলাল(রাঃ)

৫১/ আল্লাহর শ্রেষ্ট সৃষ্টি কি?
উঃ- মানুষ

৫২/ আল্লাহ শব্দটি পবিত্র কোরানে কতবার উল্লেখ রয়েছে?
উঃ- সহিহ মত অনুযায়ী ৩৬০ বার(মতান্তরে)

৫৩/ আল্লাহর সকল নাম কে কি বলা হয়?
উঃ- আসমাউল হুসনা।

৫৪/ ঈমান শব্দের অর্থ কি?
উঃ- বিশ্বাস বা প্রত্যয়

৫৫/ ইসলামের কয়টি স্তম্ভ ও কি কি?
উঃ- ৫ টি যথা-কালিমা তথা ঈমান,নামাজ,রোজা,হজ্জ,যাকাত

৫৬/ কোন গোনাহ আল্লাহ মাফ করেননা?
উঃ- শির্কের গোনাহ

৫৭/ কোরানের পাণ্ডুলিপি কে তৈরি করেন?
উঃ- হজরত আবুবকর (রাঃ)

৫৮/ পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদীস বর্ণনা করেন কে?
উঃ- হজরত আবু হুরায়রা (রাঃ)

৫৯/ মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদীস বর্ণনা করেন কে?
উঃ- হজরত আয়েশা(রাঃ)

৬০/ তাহারাত শব্দের অর্থ কি?
উঃ- পবিত্রতা

৬১/ ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ কি?
উঃ- সালাত

৬২/ নামাজ কত ওয়াক্ত ও কি কি?
উঃ- পাঁচ ওয়াক্ত যথা-ফজর,যোহর,আসর,মাগরীব,এশা

৬৩/ নামাজে যিনি ইমামতি করেন তাকে কি বলে?
উঃ- ইমাম

৬৪/ ইমামের পিছনে যারা নামাজ পড়েন তাদের কি বলে?
উঃ- মুক্তাদী

৬৫/ জুম্মার নামাজে ফরজ কত রাকাত?
উঃ- দুই রাকাত

৬৬/ সাওম শব্দের অর্থ কি?
উঃ- বিরত থাকা,পরিত্যাগ করা

৬৭/ হজ্জ ইসলামের কততম স্তম্ভ?
উঃ- চতুর্থতম

৬৮/ ইহরাম বাঁধার স্থানকে কি বলে?
উঃ- মীকাত

৬৯/ জান্নাতুল বাকি কি?
উঃ- মদিনা শরীফের কবরস্থান

৭০/ ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তি কি?
উঃ- যাকাত

৭১/ জিহাদ শব্দের অর্থ কি?
উঃ- প্রাণান্তর প্রচেষ্টা

৭২/ যারা জিহাদে প্রাণ দেন তাদের কি বলা হয়?
উঃ- শহীদ

৭৩/ যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের কি বলা হয়?
উঃ- মুজাহিদ

৭৪/ পৃথিবীর প্রথম মানুষ ও নবীর নাম কি?
উঃ- হজরত আদম(আঃ)

৭৫/ হজরত নূহ(আঃ)কে কি বলা হয়?
উঃ- দ্বিতীয় আদম

৭৬/ হজরত নূহ(আঃ) কতবছর জীবিত ছিলেন?
উঃ- প্রায় ১০৫০ বছর

৭৭/ কোন নবী মানব জাতিকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন?
উঃ- হজরত ইদ্রিস (আঃ)

৭৮/ হজরত ইব্রাহিম (আঃ) এর উপাধি কি ছিল?
উঃ- খলীলুল্লাহ

৭৯/ হজরত ইব্রাহিম (আঃ) কতবছর বেঁচে ছিলেন?
উঃ- ১৭৫ বছর

৮০/ হজরত ইয়াকুব(আঃ) কোথায় ধর্মপ্রচার করেছিলেন?
উঃ- কেনানে

৮১/ নবীদের মধ্যে সর্বাপেক্ষা সুশ্রী ছিলেন কোন নবী?
উঃ- হজরত ইউসুফ (আঃ)

৮২/হজরত ইউসুফ (আঃ) কতবছর বেঁচে ছিলেন?
উঃ-১১০ বছর

৮৩/কুখ্যাত দ্বিতীয় রামেসিসকে পবিত্র কোরানে কি নামে উল্লেখ করা হয়েছে?
উঃ-ফেরাউন

৮৪/ হজরত মুসা(আঃ) কতবছর জীবিত ছিলেন?
উঃ- ১২০ বছর

৮৫/ বর্তমানে ফেরাউনের লাশ কোথায় সংরক্ষিত রয়েছে?
উঃ- মিশরের রাজধানী কায়রোর যাদুঘরে

৮৬/ হজরত ইউনুস(আঃ) কে আল্লাহর হুকুমে কোন প্রাণী গিলে ফেলেছিল?
উঃ-মাছ

৮৭/ কোন মহামানবের হাতের পরশে শক্ত লোহা নরম হয়ে যেত?
উঃ- হজরত দাউদ(আঃ)

৮৮/ হজরত দাউদ(আঃ) এর প্রতি আল্লাহর কোন কিতাব নাযিল হয়?
উঃ- যাবুর

৮৯/ কোন নবী হজরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত হয়ে পুনরায় দুনিয়াতে আসবেন?
উঃ- হজরত ঈশা(আঃ)

৯০/ কোন নবী মৃত প্রাণীকে আল্লাহর হুকুমে জীবিত করতেন?
উঃ- হজরত ঈশা(আঃ)

৯১/ আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি?
উঃ- হজরত মুহাম্মদ (সাঃ)

৯২/ হজরত মুহাম্মদ (সাঃ) এর উপাধী কি?
উঃ- আল-আমীন

৯৩/ ইসলামী জগতের দ্বিতীয় খলিফা কে?
উঃ- হজরত উমর(রাঃ)

৯৪/ হজরত আলী (রাঃ) বীরত্বের জন্যে কি উপাধি পেয়েছিলেন?
উঃ- আসাদুল্লাহ

৯৫/ কে সর্বপ্রথম বাইতুলমাল প্রবর্তন করেন?
উঃ- হজরত আবুবকর (রাঃ)

৯৬/ হিজরী সন গণনাকারী কে?
উঃ- হজরত উমর(রাঃ)

৯৭/ কত বছর বয়সে বিশ্বনবীর উপর ওহী নাযিল হয়?
উঃ- ৪০ বছর ৬ মাস ১২ দিন

৯৮/ কখন বিশ্বনবীর উপর ওহী নাযিল হয়?
উঃ- ২১ রোমজানের রাতে সোমবার

৯৯/ কোন নবীকে দেখলে ফেরেশ্তারা লজ্জিত হতেন?
উঃ- উসমান বিন আফফান(রাঃ)

১০০/ আবু বকর(রাঃ) প্রকৃত নাম কি?
উঃ- আবদুল্লা বিন উসমান (রাঃ)\

২০২৪ এর কিছু ইসলামিক প্রশ্ন উত্তর

1/ ইসলামের কোন একটি প্রধান পিলার কী?

উত্তর: তাওহীদ (একমাত্র আল্লাহ একতা)

2/ ইসলামের কোন মাসে রমজান শরীফ আসে?

উত্তর: হিজরী মাসে, হিজরি ক্যালেন্ডারের ছয়ইষ মাস

3/ কোন সূরায় ইসলামের মূল সিদ্ধান্তগুলি তাফসীর করা হয়েছে?

উত্তর: সূরা আল-ফাতিহা

4/ ইসলামে মুসলিমদের জন্য কোন দিনটি বিশেষ?

উত্তর: জুমা (শুক্রবার)

5/ ইসলামের কোন গুনাহটি সবচেয়ে বড়?

উত্তর: শিরক (অল্পবুদ্ধি আল্লাহ একক)

6/ ইসলামের মোট কোটি প্রধান ইবাদতের কতটি?

উত্তর: ৫ টি (কালিমাহ, সলাত, সাওম, যাকাত, হজ্জ)

7/ কোন সূরায় ইসলামের মহাকবিদা, একাউন্টিং এর বহুল সূরা হয়েছে?

উত্তর: সূরা আল-হাশর (সূরা ৫৯)

8/ ইসলামের কোন পূর্ণাঙ্গ পঞ্চাঙ্গিক বই রয়েছে?

উত্তর: লৌহ-মাহফুজ (প্রধান কয়েক কাগজ)

9/ ইসলামের সবচেয়ে বড় ব্যক্তির নাম কি?

উত্তর: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

10/ কোন দুটি প্রধান ইসলামী উৎস হলো কোরআন ও কোন হাদিস সংকলন?

উত্তর: সহীহ বুখারী ও সহীহ মুসলিম

11/ ইসলামের কোন মাসে সবচেয়ে মহত্ত্বপূর্ণ হয়েছে যেটি?

উত্তর: রমজান1

12/ ইসলামে কোন বইটি ছয় হাদিস সংকলনের জন্য পরিচিত?

উত্তর: সহীহ বুখারী

13/ ইসলামের পাঁচ সুযোম কোনটি?

উত্তর: রমজান রোজা

14/ ইসলামের কোন ইবাদতে ভগবানের সামনে আত্মনির্ভর এবং কুনো তার দেখা হয়নি?

উত্তর: সুজুদ (প্রণাম)

15/ ইসলামের কোন দিনে মুসলিমরা হজ্জ অভিযানে যাত্রা করে?

উত্তর: জিলহজ্জের ১০ তারিখ

16/ ইসলামে কোন কোন সূরা নাজিল হয়েছে?

উত্তর: মক্কায় নাজিল সূরা – সব সূরা, মদীনায় নাজিল

17/ ইসলামে মুসলিমদের প্রতি বছরে কতবার হজ্জ প্রতিষ্ঠান হয়?

উত্তর: একবার

18/ ইসলামে ব্যক্তির জীবনে প্রথম কোন ইবাদত হয়?

উত্তর: কালিমাহ শাহাদাত (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ)

19/ ইসলামে মুসলিমদের ব্যক্তিগত মুকাবিলার জন্য কোন মাস প্রবর্তিত হয়?

উত্তর: শাবান

20/ ইসলামে মুসলিম নারীদের জন্য কোন একটি পরিসর আছে?

উত্তর: পর্দা

21/ ইসলামে কোন বিষয়ে জ্ঞানের জন্য প্রচুর উৎস হয়েছে?

উত্তর: কোরআন ও হাদিস

22/ ইসলামে কোন দুটি প্রধান ঈদ উদযাপন করা হয়?

উত্তর: ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা

23/ ইসলামে কোন চারিটি বিশেষ পবিত্র নদী হয়?

উত্তর: কওসার

24/ ইসলামে কোন দুটি মুক্তিযোদ্ধা হয়েছিলেন?

উত্তর: হামজা ও হাকীম

25/ ইসলামে কোন বইটি প্রধান ইসলামিক আইন সংকলন?

উত্তর: হাদীথ (হাদিস সংকলন)

নিজস্ব বক্তব্য।

ভাই বোন ও বন্ধুরা এখানে আমরা ১০০ টি আলাদা আলাদা প্রশ্ন ও তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনার মনে যদি আরও কিছু প্রশ্ন থাকে এবং আপনি মনে করেন সেই প্রশ্ন টি এই লিস্ট e থাকলে ভালো হতো বা এই লিস্ট e রাখা জরুরি তবে সেটি আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারেন। এছাড়া ইসলাম সম্পর্তে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও এখানে রাখতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার।

1 thought on “ইসলামিক কুইজ – প্রশ্ন উত্তর প্রতিযোগিতা ২০২৪ [Islamic Quiz in Bengali]”

  1. পুরো কোরআন জুড়ে কোন বিষয় সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে?
    উত্তর: তাওহীদ

    Reply

Leave a Comment