ভারতের 29 টি রাজ্যের নাম সমূহঃ 2024 + ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহঃ

ভারতের 29 টি রাজ্যের নাম সমূহঃ 2024 + ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল নাম কি


ভারত হলো ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র সংঘ।ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এবং পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। মোট ২৮ টি রাজ্য এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতবর্ষ গঠিত।ভারতবর্ষের রাজ্য গুলিতে রাজ্য পরিচালনার জন্য একজন করে মুখ্যমন্ত্রী একজন করে রাজ্যপাল নিযুক্ত থাকেন।

ভারতের 29 টি রাজ্যের নাম সমূহঃ 2024 + ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?

গোটা ভারতবর্ষকে পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী থাকেন এবং দেশের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি দেশের প্রতিনিধিত্ব করেন।ভারতবর্ষের প্রতিটি রাজ্যের একটি প্রশাসনিক আইনসভা এবং বিচারবিভাগীয় রাজধানী থাকে। রাজ্যের কাজ পরিচালনা করার জন্য মুখ্যমন্ত্রী রয়েছে এবং গভর্নর অর্থাৎ রাজ্যপাল রয়েছে।

রাজ্যের কাজগুলো রাজ্য সরকার পরিচালনা করেন যেমন নিরাপত্তা স্বাস্থ্যসেবা শাসন রাজস্ব ইত্যাদি যেগুলি কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলি ভারতের রাষ্ট্রপতি দ্বারা শাসিত হয়,রাষ্ট্রপতি দেশের নির্বাহী প্রধান এবং গভর্নররা রাষ্ট্রের নির্বাহী প্রধান।

ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।দেশটির সরকারি নাম ভারত প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র হিসাবে পরিগণিত। অন্যদিকে জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র।

ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্ব সীমান্তে চীন নেপাল,ভুটানএবং পূর্বে বাংলাদেশ ও মায়ানমার অবস্থিত।এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলংকা মালদ্বীপ ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দ্বীপরাষ্ট্র। ভারতবর্ষের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর এবং পূর্বে রয়েছে বঙ্গোপসাগর। ভারতবর্ষের রাজধানী নয়া দিল্লি এবং বৃহত্তম নগরী মুম্বাই সরকারি ভাষা হচ্ছে হিন্দি ও ইংরেজি।

ভারতবর্ষের ২৮ টি রাজ্যসমূহ ও তাদের রাজধানীঃ-

রাজ্যসমূহ রাজধানীসমূহ


১/ অন্ধপ্রদেশ—– হায়দ্রাবাদ
২/ অরুণাচল প্রদেশ—– ইটানগর
৩/ আসাম—–দিসপুর
৪/ বিহার—–পাটনা
৫/ ছত্রিশগড়—– রায়পুর।
৬/ গোয়া—– পানাজি
৭/ গুজরাট—–গান্ধীনগর
৮/ হরিয়ানা—–চন্ডিগড়
৯/ হিমাচল প্রদেশ—–শিমলা(গ্রীষ্মকালীন) ধর্মশালা(শীতকালীন)
১০/ ঝাড়খন্ড—–রাঁচি
১১/ কর্ণাটক—–বেঙ্গালুরু
১২/ কেরালা—–তিরুবনন্তপুরম
১৩/ মধ্যপ্রদেশ—–ভোপাল
১৪/ মহারাষ্ট্র—–মুম্বাই(গ্রীষ্মকালীন)নাগপুর(শীতকালীন)
১৫/মনিপুর—–ইম্ফল
১৬/ মেঘালয়—– শ্রীলং
১৭/ মিজোরাম—– আইজল
১৮/ নাগাল্যান্ড—–কোহিমা
১৯/ উড়িষ্যা—–ভুবনেশ্বর
২০/ পাঞ্জাব—–চন্ডিগড়
২০/ পশ্চিমবঙ্গ—–কলকাতা

২১/তামিলনাড়ু—–চেন্নাই
২২/ তেলেঙ্গানা—–হায়দ্রাবাদ

২৩/ত্রিপুরা—–আগরতলা ২৪/উত্তরপ্রদেশ—–লক্ষ্ণৌ
২৫/ উত্তরাখণ্ড—-দেরাদুন
২৬/ চণ্ডীগড়—-চণ্ডীগড়
২৭/ রাজস্থান—–জয়পুর
২৮/ সিকিম—–গ্যাংটক

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ ও রাজধানীঃ-

কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী


১/ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ —–পোর্ট ব্লেয়ার
২/ দাদরা ও নগর হাভেলি—–সিলভাসা
৩/ দমন ও দিউ—–দমন
৪/ জম্মু ও কাশ্মীর —–জম্মু(শীতকালীন)শ্রীনগর(গ্রীষ্মকালীন)
৫/ চণ্ডীগড়—-চণ্ডীগড়
৬/ লাদাখ—–লেহ
৭/ লাক্ষাদ্বীপ—–কাভারত্তী
৮/ দিল্লী—-দিল্লী
৯/ পুদুচেরি—–পুদুচেরি

Leave a Comment