গলায় কাঁটা আটকে গেলে সে এক বিশাল অস্বস্থিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাই আজ আমরা জানবো গলায় কাঁটা নামানোর দোয়া। কাঁটা আটকালে সব সময় মনটা যেনো গলার সেই আটকানো কাঁটাতেই পরে থাকে। এই সময় মনে হয় যা হয় নাহয় করে এই কাঁটা নামতে পারলেই এখন বাঁচি।
তাই এই পোস্টে আমরা আলোচনা করবো:-
- গলা থেকে কাঁটা নামানোর ঘরোয়া উপায়।
- গলায় কাঁটা আটকালে কি করব।
- গলার কাঁটা নামানোর উপায়।
- গলার মাছের কাঁটা বিধলে কি করবেন।
- গলায় কাঁটা বিঁধলে কি করণীয়।
- গলায় কাঁটা নামানোর দোয়া (দুয়া) কি।
আপনি যদি এমন পরিস্থিতির শিকার হন অথবা পরিবারের কারোর গলায় কাঁটা বিঁধে থাকলে তা অবশ্যই নামানোর চেষ্টা করতে হবে। এবার আমরা আলোচনা করবো কিভাবে এই কাঁটা নামাবেন।
গলায় কাঁটা আটকানোর কারণ কি?
সাধারণত ছোট বা মাঝারি সাইজের মাছ খেলে আর তারাহুর করে মাছ খেলে, অথবা খাবার সময় কথা বললে দেখা যায় কাঁটা বিঁধে যায়। এই কাঁটা যত তারা তারি বেরকরা যায় ততই ভালো। কারণ এটা অনেক অস্বস্তিকর।
আমরা দেখেছি অনেকে এমন কাঁটা আটকানো অবস্থাতেই দিনের পর দিন কাটাই। যদি ১/২ দিনের মধ্যে কাঁটা নেমে না যায় না উঠে না আসে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং এর জন্য উপযুক্ত ট্রিটমেন্ট নিয়ে হবে।
গলায় কাঁটা আটকালে কাঁটা নামানোর দুয়া।
নিয়ম: দোয়াটি পড়ার আগে কিছু কথা মনে রাখতে হবে, যেহেতু এটি পবিত্র কোরআন শরীফ থেকে নেওয়া, সুতরাং মহান আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে, অজু করে পবিত্র শরীর নিয়ে পবিত্র মন নিয়ে এক দোয়াটি পড়ে বুকে ৭ বার ফু দিতে হবে (যার গলায় কাঁটা আটকেছে) ।
গলায় কাঁটা নামানোর দোয়া
দোয়া টি হলো:- আউযুবিল্লাহির মিনার শাইতনির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
অথবা যে রুগী তাকে আরবী একটি দোয়া পড়তে হবে। আল্লাহর রহমতে সে কাঁটা যত বড়ই হোকনা কেনো, সেটি নেমে যাবে।
রুগীকে যে দোয়াটি বার বার পড়তে হবে: فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
বাংলা উচ্চারণ: ফালাওলা ইযা – বালাগাতিল হুলকুম
বাংলা আর্থ: অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয়।
গলার কাঁটা নামানোর ঘরওয়া উপায় কি:
প্রথমত আপনি বেশি উত্তেজিত হবেননা। বার বার ঢোক গেলা বন্ধ করতে হবে, এতে কাঁটা আরো বিঁধে যেতে পারে। তার প্রথমত একটু নরম ভাত নিন। সাদা ভাত না চটকিয়ে গোটা গোটা অল্প অল্প করে খাবার চেষ্টা করুন। খেতে ভালো না লাগল ভাতে একটু লবণ মিশিয়ে নিতে পারেন। করল বার গিলে গিলে শুকনো ভাত খলেই দেখবেন। কাঁটা নেমে গেছে।
বাচ্চাদের গলায় কাঁটা বিঁধলে কি করবেন?
অনেক সময় বাচ্চাদের মাছ ভাত খাওয়াতে গিয়ে গলাই কাঁটা আটকে যায়। যদি এমন হয় তাহলে বাচ্চা কে অল্প অল্প শুকনো ভাত খাওয়ান। এতে যদি নেমে যায় তাহলে খুব ভালো কথা।
তার পরেও যদি কাঁটা না নামে তাহলে, বাচ্চাকে বার বার জলের গড়গড়া করতে বলুন। জল যেনো গলা অব্দি যায়। এই ভাবে ৭-৮ বার করতে বলুন। দিয়ে আবারও কিছু শুকনো ভাত খাওয়ান।
এর পরেও যদি কাঁটা বেরিয়ে না আসে তবে বাচ্চার গলায় আঙ্গুল দিয়ে কাঁটা টি বেরকরার চেষ্টা করা যেতে পারে।
কাঁটা নামানোর কিছু পরীক্ষিত উপায়:
১) লবণ জল করে বার বার জোরে আওয়াজ করে গড়গড়া করতে হবে।
২) শুকনো মুড়ি যথা সম্ভব কম চিবিয়ে জেলার চেষ্টা করতে হবে।
৩) বাড়িতে কলা থাকলে অল্প চিবিয়ে গিলে খেলেও অনেক সময় কাঁটা নেমে যায়।
৪) কাঁটাটি গলার সম্মুখ অবস্থায় আটকায় তবে আঙ্গুল দিয়ে বের করার চেষ্টা করতে পারেন। তবে বেশি ভিতরে থাকলে ত না করায় ভালো।
৫) সবথেকে উপকারী পদ্ধতি টি হলো। না চিবিয়ে শক্ত ভাত কয়েকবার গিলে গলার কাঁটা নেমে যায়।
সর্বোপরি করণীয়।
উপরের পদ্ধতি অবলম্বন করলে দেখা যায়। ১০ জনের গলায় কাঁটা আটকালে তার মধ্যে ৮ জনেরই কাঁটা নেমে যায় না উঠে আসে, এসব করার পরেও যদি কোনো সুরাহা না হয় তবে অবশ্যই নিকটস্থ ডক্টর অথবা হসপিটালেযান। এর জন্য অনেক ওষুধ আছে যা ১/২ দিন খেলেই ও ডক্টরের পরামর্শ মতো চললে কাঁটা নেমে যায়।