দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থ

দোয়া কুনুত নামাজে বিশেষ করে ওয়িতর নামাজের শেষ রাকাআতে পড়া একটি গুরুত্বপূর্ণ দোয়া। নিচে এটি বাংলা উচ্চারণ, আরবি লেখা, এবং লাইন বাই লাইন অর্থ (আরবি ও বাংলা) দেওয়া হলো:-

দোয়া কুনুত

📜 দোয়া কুনুত (বাংলা উচ্চারণ):

আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা,
ওয়া নাস্তাগফিরুকা,
ওয়া নুওমিনু বিকা,
ওয়া নাতাওয়াক্কালু আলাইকা,
ওয়া নুছনী আলাইকাল খইর,
কুল্লাহু নাশকুরুকা,
ওয়া লা নাকফুরুকা,
ওয়া নাখলা’উ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা,
আল্লাহুম্মা ইইয়্যাকা না’বুদু,
ওয়া লাকা নুছাল্লী ওয়া নাসজুদু,
ওয়া ইলাইকা নাস’আ ওয়া নহফিদু,
নারজু রহমাতাকা,
ওয়া নাখশা ‘আযাবাকা,
ইন্না ‘আযাবাকা বিল কুফ্ফারি মূলহিক।


🕋 দোয়া কুনুত (আরবি):

اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ،
وَنَسْتَغْفِرُكَ،
وَنُؤْمِنُ بِكَ،
وَنَتَوَكَّلُ عَلَيْكَ،
وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ،
كُلَّهُ نَشْكُرُكَ،
وَلَا نَكْفُرُكَ،
وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ،
اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ،
وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ،
وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ،
نَرْجُو رَحْمَتَكَ،
وَنَخْشَى عَذَابَكَ،
إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ.


📖 লাইন বাই লাইন অর্থ (বাংলা):

ইন্না ‘আযাবাকা বিল কুফ্ফারি মূলহিক
নিশ্চয়ই আপনার শাস্তি কাফেরদের জন্য অবশ্যই ঘটবার।

আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা
হে আল্লাহ! আমরা আপনার সাহায্য চাই।

ওয়া নাস্তাগফিরুকা
এবং আপনার নিকট ক্ষমা চাই।

ওয়া নুওমিনু বিকা
আমরা আপনার প্রতি ঈমান রাখি।

ওয়া নাতাওয়াক্কালু আলাইকা
আমরা আপনার উপর ভরসা করি।

ওয়া নুছনী আলাইকাল খইর
আমরা আপনার প্রশংসা করি, সমস্ত কল্যাণের জন্য।

কুল্লাহু নাশকুরুকা
আমরা সর্বদা আপনার শুকরিয়া আদায় করি।

ওয়া লা নাকফুরুকা
আমরা আপনার অবাধ্য হই না।

ওয়া নাখলা’উ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা
আমরা তাদের থেকে মুখ ফিরাই এবং ত্যাগ করি, যারা আপনার অবাধ্য।

আল্লাহুম্মা ইইয়্যাকা না’বুদু
হে আল্লাহ! শুধুমাত্র আপনাকেই আমরা ইবাদত করি।

ওয়া লাকা নুছাল্লী ওয়া নাসজুদু
এবং আপনার জন্যই আমরা নামাজ পড়ি ও সিজদা করি।

ওয়া ইলাইকা নাস’আ ওয়া নহফিদু
এবং আপনার দিকেই আমরা ধাবিত হই ও তৎপরতা সহকারে ছুটে যাই।

নারজু রহমাতাকা
আমরা আপনার রহমতের আশা করি।

ওয়া নাখশা ‘আযাবাকা
এবং আমরা আপনার শাস্তিকে ভয় করি।

Scroll to Top