আবহাওয়া কাকে বলে? [Abohawa Kake Bole]

আবহাওয়া কাকে বলে

জানুন Abohawa Kake Bole: পরিবেশের প্রাকৃতিক উপাদান গুলির মধ্যে একটা বিশেষ তাৎপর্য পূর্ণ উপাদান হলো আবহাওয়া। আমরা খবরে, নিউজে, খবরের কাগজে আবহাওয়ার পূর্বভাস আর আবহাওয়া খবর জেনে থাকি।

আসলে আমরা এক কথায় আবহাওয়া বলতে যা বুঝি তা হলো আজ বা পরবর্তী কিছু দিন বৃষ্টি হবে না আকাশ পরিষ্কার থাকবে। এটা আপাত দৃষ্টিতে ঠিক তবে, এর একটি সংঙ্গা আছে, যা আমরা ভূগোল বই পড়ার সময় পেয়ে থাকি। চলুন সেটা জেনে নেওয়া যাক।

আবহাওয়া কাকে বলে? [Abohawa Kake Bole]

তুমি যদি Class 4 Class 5, Class 6 অথবা অন্য ক্লাসে পড় যেমন Class 10 এ পড়লেও তুমি এই সংঙ্গা টি মুখস্থ করে নিতে পারো।

আবহাওয়া কাকে বলে? কোনো একটু নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে কতটা পরিমাণ বায়ুর চাপ আছে, বৃষ্টি কতটা হবে, বায়ুর আদ্রতা কমন থাকবে, বায়ু প্রবাহ কমন হবে, বায়ুর উষ্ণতা (গরম) কতটা হবে এই সব জিনিসকেই এক সাথে আবহাওয়া বলে।

একটু ভালো করে বললে যা হয়:

কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, যেই জায়গায় বায়ুর প্রবাহ, বায়ুর আদ্রতা, বৃষ্টিপাত, তাপ মাত্রা, বায়ুর চাপ প্রভিত উপাদান গুলির একত্রিত অবস্থাকে আবহাওয়া বলা হয়।

কিছু গুরুত্বপূরণ তথ্য-

১) আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য: তবে মনে রাখতে হবে আবহাওয়া আর জলবায়ু এক নয়, জলবায়ু হলো একটু অঞ্চলের ৪০-৫০ বছরের আবহাওয়ার গর অবস্থা।

২) আবহাওয়া হলো বায়ুমণ্ডলের নিম্নস্তরের প্রতিদিনের কমন অবস্থা। যেমন ২৩ ফেব্রুয়ারির ২০২৪ কেমন আবহাওয়া থাকবে, মনে ২৪ ঘণ্টার পরিস্থিতি কে বোঝাবে।

৩) আবহাওয়া বিভিন্ন স্থানে বিভিন্ন হতেই পারে, যেমন কলকাতায় আক্রক্ষণ আবহাওয়া আবার একই সময় দিল্লির আবহাওয়া আলাদা।

৪) কোনো স্থানের আবহাওয়া, দিন, ঘন্টা, এমনকি প্রতি মিনিটে পরিবর্তন হতে পারে।

৫) সুতরাং আবহাওয়া হলো সেই স্থানের কিছু সময়ের প্রাকৃতিক উপাদান গুলির সমন্বয়ে তৈরি প্রাকৃতিক পরিবেশ।

Leave a Comment

Don`t copy text!