বাংলাদেশের সুপারস্টার সবার প্রিয় হিরো আলমের গান হয়তো অনেকেই শুনেছেন. কর্তমান সময় পর্যন্ত তিনি ১০ এর অধিক গান গেয়ে ফেলেছেন আজ আমরা সেই গান ঘুলোর সাথেই পরিচয় করবো আপনাদের। হয়তো তিনি একটু বেসুরা গলায় ছন্দ হিন ভাবে নিজের ভাবাবেগে গান গেয়ে জন কিন্তু এই গান গুলোই অনেকের কাছে হয়ে উঠেছে অসামান্য সৃতিগোচর |

আসলে মানুষটাই একটু অন্য ধরণের নিজের জিবনে অনেক স্টীগেল করে উপরে উঠেছেন এবং হয়ে উঠেছেন বাংলাদেশের একজন জনপ্রিয় হিরো। তিনি যে ভাবে বাঁধা বিধী অতিক্রম করে উঠেছে তা দেখে অনেকেই রিয়েল হিরো বলে আক্ষা দিয়েছেন।
বর্তমানে তিনি বাংলা চলচচিত্রের পাসা পাসি গানের অভ্যাসটাও অব্যাহত রেখেছেন। তাই আজকের বিষয় যেহেতু হিরো আলমের গান তাই জেনে নেওয়া যাক তিনি কোন কোন গান গেয়েছেন। আপনার সুবিধার্থে গন্ডার ভিডিও গুলও উপস্হাপন করা হলো।
হিরো আলমের গান গুলি কিকি?
| সংখা | হিরো আলমের নতুন গান গুলি |
|---|---|
| 1 | বাবু খাইছো কাঁচা বাদাম |
| 2 | বারোভাতারী |
| 3 | হিরো আলমের আরবি গান |
| 4 | ও বেবি কম কম |
| 5 | তেরি ঝলক সর্ফি সৃবাল্লি |
| 6 | মামী কে মাগে হিতে |
| 7 | ও বেবি চোখ মারে |
| 8 | ঈগল ফ্লাই ইন দা ব্লু স্কাই |
| 9 | করলে তোমায় টেলিফোন বলো তুমি বাবু খাইছো |
| 10 | টাইটানিক সং হিরো আলম |
১. বাবু খাইছো কাঁচা বাদাম
২. বারোভাতারী
৩. হিরো আলমের আরবি গান
৪. ও বেবি কম কম
৫. তেরি ঝলক সর্ফি সৃবাল্লি
৬. মামী কে মাগে হিতে
৭. ও বেবি চোখ মারে
৮. ঈগল ফ্লাই ইন দা ব্লু স্কাই
৯. করলে তোমায় টেলিফোন বলো তুমি বাবু খাইছো
১০. টাইটানিক সং হিরো আলম
আরো কিছু গান তিনি গেয়েছেন কিন্তু সেই গান গুলো বাজারে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। গান গুলো রস কস হীন হলেও বহু মান এবার গান শুনছেন এবং বন্ধু বান্ধবদের Share করছেন | তাই বর্তমানে এবার বাংলা ওপার বাংলাই লক্ষাধিক Fans রয়েছে। যা আপনি ওনার ফেসবুক এবং ইউটিউব পেজ এ ভিজিট করলেই বুঝতে পারবেন।


