ছোটদের কুইজ | 100+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK কুইজ ২০২৫

General Knowledge for Kids

ছোটদের কুইজ | 100+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK কুইজ ২০২৫


আমার ছোট্ট ভাই বোনেরা অপন্দের জন্য দেওয়া হলো ছোটদের কুইজ (প্রশ্ন ও উত্তর) সাধারণ GK প্রশ্ন ও তার উত্তর। বলা বাহুল্য এই পোস্টটির মাধ্যমে আমরা খুবই গুরুত্ব পূর্ণ ১০০ টি প্রশ্ন ও তার উত্তর দিয়েছি। সকলেই এগুলো পাঠ করে আপনারা আপনাদের সাধারণ জ্ঞান বাড়িয়ে নিতে পারেন। এই প্রশ্ন উত্তর গুল জন থাকলে ভবিষ্যতে আপনাদের পড়াশুনার হেল্প হবে।

ছোটদের কুইজ | 100+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK কুইজ ২০২৪

এখানে আমরা আলোচনা করেছি বাংলা, ভারতবর্ষ ও বিশ্ব জগতের গুরুত্ব পূর্ণ জিনিসগুলো নিয়ে। বিষয় বাংলা থেকে শুরু করে অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান থেকে কিছু বাছাই করা প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে। সাথে সাথে আপনাদের সহজার্থে এর উত্তর গুলোও তুলে ধরা হলো। আপনাদের পড়াশোনার জিবনে এই প্রশ্ন গুলো বার বার ফিরে আসবে তাই চেষ্টা করবো নিম্নের Questions Answers গুলো মুখস্ত করে নেওয়া যাক।

মহামারী করোনা কালীন বেশির ভাগ স্টুডেন্টরা গেম খেলে o কার্টুন দেখে সময় অতিবাহিত করছেন। এগুলোর পাস পাসি যদি আমরা অনলাইন পড়াশোনাটা খেলার ছলে করে নিতে পারি তাহলে এর থেকে ভালো কিছু আর হয়না। নিম্নবর্তী ১০০টা GK প্রশ্ন উত্তর একবারে না করে, আমরা প্রত্যেকদিন ১০ ত করে প্রশ্ন উত্তর করি। তাহলে অতি সহজে মাত্র ১০ দিনে ১০০ টা Importent GK মুখস্ত করে নিতে পারি।

Read More – Model Activity Task Class 8 January 2022


ছোটদের কুইজ | প্রশ্ন ও উত্তর | 100+ সাধারণ GK প্রশ্ন এবং উত্তর 2025

প্রশ্নউত্তর
বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি?আটলান্টিক মহাসাগর।
বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি?মাউন্ট এভারেস্ট।
বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?রাশিয়া।
বিশ্বের সবচেয়ে বড় মানববাহিনী কোনটি?চীন লাইবারেশন আর্মি (পিএলএ)।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?আমাজন নদী।
সৌরমণ্ডলে মোট কতগুলি গ্রহ আছে?৮ টি (সূর্য, শুক্র, অরুণ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, ইউরেনাস)।
বিশ্বের সর্বোচ্চ পার্বতীয় স্থল কোনটি?হিমালয়।
বিশ্বের সবচেয়ে বড় বন কোনটি?আমাজন বন।
বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?শাপলা।
বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি?হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর, আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র।
বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?থ্রিয়া ড্যাম, চীন।
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?গ্রীনল্যান্ড।
বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ কোনটি?রাশিয়া।
বিশ্বের সবচেয়ে বড় ধাতু খনিজ কোনটি?আয়রন।
বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহিনী কোনটি?ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স।
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম কোনটি?ইসলাম।
বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিপাতিত শহর কোনটি?মাওমিং, চীন।
বিশ্বের সবচেয়ে বড় বিমান কোনটি?এমিরেটস এয়ারওয়েজ।
বিশ্বের সবচেয়ে বড় হকি দল কোনটি?আর্জেন্টিনা।
বিশ্বের সবচেয়ে বড় কৃষি প্রদৌয় দেশ কোনটি?চীন।
বিশ্বের সবচেয়ে বড় প্রবাহমান নদী কোনটি?আমাজন।
বিশ্বের সবচেয়ে বড় লেক কোনটি?সুপিরিয়র।
বিশ্বের সবচেয়ে বড় বাইবেল সোসাইটি কোনটি?যিহোভা বাইবেল সোসাইটি।

১) আমাদের রাজ্যের নাম কী?

উত্তর:- পশ্চিমবাংলা

২) আমাদের দেশের বর্তমান প্রধান মন্ত্রীর নাম কী?

উত্তর:- নরেন্দ্র দামোদর দাস মোদী

৩) ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?

উত্তর:- রাম নাথ কভিন্দ

৪) স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রীর নাম কী?

উত্তর:- জওহরলাল নেহরু

৫) ভারতের প্রথম নাগরিক কে?

উত্তর:- ভারত রাষ্ট্রপতি

৬) ভারতের জাতীয় পাখির নাম কী?

উত্তর:- ময়ূর

৭) ভারতের জাতীয় পশুর নাম কী?

উত্তর:- বাঘ

সব থেকে বড় পাখির নাম কী?

উত্তর:- উটপাখি

8) সব থেকে ছোট পাখির নাম কী?

উত্তর:- বি হামিংবার্ড

৯) কোন পাখিকে দর্জি পাখি বলা হয়?

উত্তর:- টুনটুনি পাখি

১০) কোন পাখিকে পুলিশ পাখি বলে?

উত্তর:- দোয়েল পাখি

১১) নিশাচর পাখি কাকে বলা হয়?

উত্তর:- প্যাঁচা

১২) ভারতের প্রধান খাদ্য কী?

উত্তর:- মাছ আর ভাত

১৩) এক সপ্তাহে কতদিন হয়?

উত্তর:- সাত দিন

১৪) এক দিনে কত ঘণ্টা হয়?

উত্তর:- ২৪ ঘণ্টা

১৫) এক বছরে কত দিন হয়?

উত্তর:- ৩৬৫ দিন

১৬) এক ঘণ্টায় কত মিনিট হয়?

উত্তর:- ৬০ মিনিট

১৭) এক মিনিটে কত সেকেন্ড হয়?

উত্তর:- 60 সেকেন্ড

১৮) এক মাস কত সপ্তায় হয়?

উত্তর:- ৪ সপ্তায়

১৯) এক বছর সমান কত সপ্তা?

উত্তর:- ৫২ সপ্তাহ

২০) কত মাসে এক বছর?

উত্তর:- ১২ মাসে

২১ আমরা কোন গ্রহে বাস করি?

উত্তর:- পৃথিবী

২২) সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

উত্তর:- ব্রেহস্পতি

২৩) সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ কোনটি

উত্তর:- বুধ

২৪) পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?

উত্তর:- চাঁদ

২৫) বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কী?

উত্তর:- সাহারা মরুভূমি

২৬) মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?

উত্তর:- নেপাল

২৭) কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়?

উত্তর:- জাপান

২৮) ভারতের গোলাপী শহর কোন শহরকে বলা হয়?

উত্তর:- জয়পুর

২৯) ভারতের বৃহত্তম নদীর নাম কী?

উত্তর:- গঙ্গা

৩০) মানুষের রক্ত চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর:- স্ফিগমনমিতার

৩১) মানুষের শরীরের উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর:- থার্মোমিটার

৩২) হৃৎ যন্ত্রের গতি বিধি মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর:- স্থেটিস্কুপ

৩৩) ইংরাজি বর্ণমালায় কয়টি বর্ণমালা আছে?

উত্তর:- ২৬ টি

৩৪) ইংরাজি বর্ণমালায় কয়টি সরবর্ণ আছে?

উত্তর:- ৫ তিন (A,E,I,O,U)

৩৫) ইংরাজি বর্ণমালায় কয়টি বঞ্জনবর্ন আছে?

উত্তর:- ২১ টি

৩৬) ভারতের জাতীয় সঙ্গীত কী?

উত্তর:- জন গণ মন অধী

৩৭) ভারতের জাতীয় ফুলের নাম বলো?

উত্তর:- পদ্ম ফুল

৩৮) ভারতের জাতীয় ফলের নাম কী?

উত্তর:- আম

৩৯) ভারতের জাতীয় খেলার নাম কী?

উত্তর:- হকি

৪০) ভারতের জাতীয় গাছের নাম কী?

উত্তর:- বট গাছ

৪১) ভারতের রাজধানী কী?

উত্তর:- নতুন দিল্লী

৪২) ভারতের জাতীয় সাপ কোনটি?

উত্তর:- রাজবুরা সাপ

৪৩) পৃথিবীতে মত কয়টি মহাদেশ আছে?

উত্তর:- সাতটি

৪৪) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তর:- এশিয়া মহাদেশ

৪৫) রামধনু তে কয়টি রং থাকে?

উত্তর:- সাতটি

৪৬) বছরের সব থেকে ছোটো মাস কোনটি?

উত্তর:- ফেব্রুয়ারি (২৮ দিন)

৪৭) কোন রং শান্তির প্রতীক?

উত্তর:- সাদা

৫০) কোন রং আলো শোষণ করতে পারে?

উত্তর:- কালো

৫১) কোন রং আলোর প্রতিফলন ঘটায়?

উত্তর:- সাদা

৫২) সূর্য কোন দিকে ওঠে?

উত্তর:- পূর্ব আকাশে

৫৩) সূর্য কোন দিকে অস্ত যায়?

উত্তর:- পশ্চিমে আকাশে

৫৪) একটি ত্রিভূজের কয়টি বহু ও কোন থেকে

উত্তর:- ৩ টি করে

৫৫) একটি চতুর ভূজের কয়টি বহু ও কোন থাকে?

উত্তর:- ৪ টি করে

৫৬)। চাঁদে পদচারণকারি প্রথম ব্যক্তি কে ছিলেন?

উত্তর:- নীল আর্মস্ট্রং

৫৭) চাঁদে পদচরণকারি প্রথম মহিলা কে ছিলেন?

উত্তর:- ভ্যালেন্তিনা তেরেসকোভা

৫৮) প্রথম ভারতীয় চাঁদে পদচারণকারী ব্যাক্তির নাম কী?

উত্তর:- রাকেশ সর্মা

৫৯) বিশ্বের সবচেয়ে বৃহত্তম জঙ্গলের নাম কী?

উত্তর:- আমাজন রেন ফরেস্ট

৬০) কোন উৎসবকে রঙের উৎসব বলা হয়

উত্তর:- হোলি বা দোল উৎসব কে রঙের উৎসব বলা হয়।

৬১) পৃথিবীর বৃহত্তম নদীর নাম কী?

উত্তর:- নীল নদ

৬২) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কী?

উত্তর:- অস্ট্রেলিয়া

৬৩) পৃথিবীর শক্তির প্রধান উৎস কী?

উত্তর:- সূর্য

৬৪) কোন উৎসব আলোর উৎসব নামে পরিচিত?

উত্তর:- দিওয়ালী (কালি পুজা)

৬৫) ভারতের সবথেকে উঁচু পর্বত কোনটি?

উত্তর:- মাউন্ট এভারেস্ট

৬৭) ঘড়ি সব থেকে বড় কাটাটির নাম কী?

উত্তর:- সেকেন্ডের কাঁটা

৬৮) গরিব সব থেকে ছোট কাটাটির নাম কী?

উত্তর:- সেকেন্ডের কাঁটা

৬৯) প্রাণী কোন গ্যাস গ্রহণ করে?

উত্তর:- অক্সিজেন

৭০) উদ্ভিদ কোন গ্রাস গ্রহণ করে?

উত্তর:- কার্বনডাই অক্সাইড।

৭১) বাঙালি সব থেকে বড় উৎসবের নাম কী?

উত্তর:- দুর্গা পূজা

৭২) ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়?

উত্তর:- প্রতি বছর ১৫ই আগস্ট

৭৩) নিশীথ সূর্যের দেশ কোন দেশকে বলা হয়?

উত্তর:- নরওয়ের হামারফেস্ট

৭৪) 

৭৪) বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়?

উত্তর:- ১১ জুলাই

৭৫) ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?

উত্তর:- ইন্দিরা গান্ধী খাল

৭৬) রসায়নবিদ্যার জনক কে?

উত্তর:- রবার্ট রয়েল

৭৭) একটি পূর্ণ বয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে?

উত্তর:- ২০৬ টি

৭৮) মানুষের শরীরে সব থেকে ছোট গ্রন্থির নাম কী?

উত্তর:- পিটুইটারি

৭৯) মানুষের শরীরে মোট জিনের সংখ্যা কত?

উত্তর:- ৪০,০০০ টি

৮০) কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়?

উত্তর:- ঘোড়া

৮১) কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তর:- উট

৮২) পশ্চিমবঙ্গের রাজধানী কী?

উত্তর:- কলকাতা

৮৩) বরফ দিয়ে তৈরি বাড়িকে কী বলা হয়?

উত্তর:- ইগলু

৮৪) পৃথিবীর ছাদ কাকে বলে

উত্তর:- তিব্বত পর্বতকে পৃথিবীর ছাদ বলে

৮৫) ভারতের কোটি কেন্দ্রী শাসিত অঞ্চল রয়েছে?

উত্তর:- 8 টি

৮৬) মুসলমান ধর্মের সবথেকে বড়ো উৎসবের নাম কী?

উত্তর:- ঈদ

৮৭) ক্রিস্টিয়ান ধর্মের সবথেকে বড়ো উৎসব কোনটি?

উত্তর:- ২৫সে ডিসেম্বর বা বড়দিন

৮৮) ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণীর নাম কী?

উত্তর:- হাতি

৮৯) কোন দেশকে অন্ধকারের মহাদেশ বলা হয়?

উত্তর:- আফ্রিকা

৯০) দূরবীন কে আবিষ্কার করেছিলেন

উত্তর:- গ্যালিলিও

৯১) ঘড়ি কে আবিষ্কার করেছিলেন?

উত্তর:- পিটার হেনলেন

৯২) ১ সেন্টিমিটার সমান কত মিলিমিটার?

উত্তর:- ১০ মিলিমিটার

৯৩) বিশ্বের বৃহত্তম মহাসাগরের নামকি?

উত্তর:- প্রশান্ত মহাসাগর

৯৪) পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন?

উত্তর:- আইজ্যাক নিউটন

৯৫) ভারতের জাতীয় পিতা কে?

উত্তর:- মহাত্মা গান্ধী

৯৬) বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?

উত্তর:- ব্যারোমিটার

৯৭) ভূমিকম্পের গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?

উত্তর:- রেক্টার স্কেল

৯৮) একটি ক্রিকেট টিমে সর্বাধিক কতজন খেলোয়াড় খেলতে পারে?

উত্তর:- ১১ জন

৯৯) একটি ফুটবল টিমে সর্বাধিক কতজন খেলোয়াড় খেলতে পারে:-

উত্তর:- ১১ জন

১০০) কত বছর অন্তর অলিম্পিক খেলা হয়?

উত্তর:- ৪ বছর অন্তর

শিশুদের GK Knowledge এর উপর বিশেষ দ্রষ্টব্য

আমার ছোট ভাই বোনেরা আপনারা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এখানে উপস্থাপন করেছি। এটাই সমস্ত কিছু নয়। জীবনের পথে এমন অনেক প্রশ্নের সম্মুখীন হবেন যার হয়তো উত্তর আপনার নাম নেই। তাই জীবনের চলার পথে প্রতি নিয়তই আমরা গান অর্জন করবো।

এছাড়া যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে বা আপনি কোনো GK প্রশ্নের উত্তর পাচ্ছেননা তাহলে আপনারা অপর প্রশ্ন নিচের কমেন্ট বক্সে ছেরেদিন আমরা আপনার প্রশ্নের উত্তর খুব শীঘ্রই দিয়ে দেওয়ার চেষ্টা করবো।

Leave a Comment

Don`t copy text!