কি ভাবে করতে হয়? যেভাবে চরম সুখ পাই কবিতা।

সূর্য উগলে পূর্বে, আসছে ভোর, দুপুর সেরা, কোন কথা মনে হয় মরম।

সবুজ গাছের ছায়া, মেঘে গোহাই ঢাকা, কোন সোঁদোরে ছুঁয়ে যায় বাতাসে জাকা।

নদীর তীরে বুনো ফুল, মিষ্টি সাঁঝে ঝোকা, কোন দোকানে শেষ হয় দুলাভোঁকা।

শহরের গলিতে হাঁটা, বৃষ্টির ঠাণ্ডা ঝোলা, কোন অজানা রাস্তায় হারিয়ে যাওয়া।

চাঁদের আলোয় সুন্দর, রাতের হাসি মধুর, কোন কোন ক্ষণে থামে, হৃদয়ের বাঁধন মুক্ত করে।

জীবনের রঙে রঙে, পানির ধারায় বহুমুখী, এই সৃষ্টির গতি, এই ভোরের মেঘে ছুঁয়ে এসো সখি।

Leave a Comment