১০০+ গুগলি ধাঁধা উত্তর সহ | দাদাগিরি লেভেলের মজার প্রশ্ন

১০০+ গুগলি ধাঁধা উত্তর সহ | দাদাগিরি লেভেলের মজার প্রশ্ন

১) একজন ব্যক্তি চাইলে তার বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবে?

উত্তর
পারবেনা। কারণ লোকটা তো মৃত। তাই প্রশ্নতে বলা হয়েছিল তার বিধবা স্ত্রীর বোনকে।

২) কোন জিনিস চলতে চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে আবার সে চলতে শুরু করে?

উত্তর
উট পেন্সিল।

৩) ১ টা কাপড় শুকোতে যদি ৫০ মিনিট সময় লাগে তাহলে ৩ টা   কাপড় শুকোতে কতক্ষণ সময় লাগবে?

উত্তর
একটা কাপড় শুকোতে যত সময় লাগবে ৩ টি কাপড় শুকোতেও ততটাই সময় লাগবে।

৪) এমন কি জিনিস আছে যেটা একবার খাবার পর কেউ আর খেতে চায়না। কিন্তু সবাইকে আবার খেতে হয়?

উত্তর
ধোঁকা

৫) একজন ব্যক্তি তার জীবনে কোন শব্দটা সব থেকে বেশিবার শুনি

উত্তর
আমাদের নাম টা সবথেকে বেশিবার শুনি।

৬) এমন কি জিনিস আছে যা সবসময় আমাদের সাথেই থাকে তাকে আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারিনা?

উত্তর
ছায়া

৭) জিনিসটা রাতে থাকে কিন্তু দিনে থাকেনা। প্রদীপের নিচে থাকে কিন্তু উপরে থাকেনা বলুন তো জিনিসটা কি?

উত্তর
অন্ধকার

৮) কোন জিনিসের জন্ম সমুদ্রে কিন্তু থাকে সে আমাদের সকলের ঘরে?

উত্তর
লবণ

৯) হাত আছে, কোমর থেকে পা পর্যন্ত কাটা, আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা?

উত্তর
আমাদের জমা।

১০) কোথায় বুধবার মঙ্গলবারের আগে আসে?

উত্তর
বাংলা ডিক্সেনারিতে।

১২) কতর থেকে কত বাদ দিলে কত থাকে?

উত্তর
কতর শব্দ থেকে কত বাদ দিলে পরে থাকে 'র' অক্ষর টা পড়ে থাকে।

১৩) এপারে ঢেউ ও পারে ঢেউ মধ্যিখানে বসে আছে বুড়ো দাদুর বউ?

উত্তর
কচুরি পানা।

১৪) এমন কি সবজি যার মধ্যে তালা আর চাবি দুটোই থাকে।

উত্তর
Lockey(লকি) Lock + Key যার বাংলা মনে লাউ।

১৫) But মানে কিন্তু What মানে কি বারবার বলি নাপিতের ইংরেজি কি?

উত্তর
বারবার (Barber)

১৬) কোন জিনিস রোদে শুকোয় না কিন্তু হ!ওয়াতে শুকিয়ে যায়?

উত্তর
আমাদের শরীরের ঘাম।

১৭) বর্গি কাদের বলা হয়?

  • ডাকাদের
  • মোঘলদের
  • ইংরেজদের
  • মারাঠাদের

উত্তর
মারাঠাদের দস্যুদের বলা হয়।

১৮) কোন রুমে দরজা জানালা থাকেনা?

উত্তর
মাশরুমে

১৯) কোন গান গাইতে কোন মিউজিক লাগেনা?

উত্তর
গুণগান গাইতে কোনো মিউজিক লাগেনা।

২০) নিজের মুখে পরকে খাওয়াই কখনও খাইনা নিজে বলুনতো আমি কে?

উত্তর
চামচ

২২) গান আর ঝগড়ার মধ্যে মিল কোথায়?

উত্তর
গানেতেও রাগ থাকে আর ঝগড়াতেও রাগ থাকে।

২৩) রামের জন্ম ২৯ এ ফেব্রুয়ারি তার বয়েস ২০ বছর, সে এই ২০ বছরে কতবার নিজের জন্মদিন পালন করেছে?

উত্তর
মানুষের জন্মদিন একবার হয়, আর বাকিগুলো হয় জন্ম বার্ষিকী।

২৪) কোন খালাতে যারা যেতে তার পিছিয়ে পরে আর যারা হারে তারা এগিয়ে যায়?

উত্তর
দড়ি টানাটানি খেলায়।

২৫) এমন কি জিনিস যা সর্বদাই আসছে কিন্তু কখনো এসে পৌঁছায় না?

উত্তর
আগামী কাল।

২৬) চাকা গড়িয়ে দিলে স্থান পরিবর্তন করে, কিন্তু এমন কি জিনিস যা গড়িয়ে দিলেও একি জায়গায় থাকে?

উত্তর
গয়না গড়িয়ে দিলে মানে গয়না তৈরি করে দিলে।

২৮) আপনি কল্পনা করুন আপনি একটি ঘরে বাঘ ও সিংহের সাথে বন্দী আছেন। এবার আপনি ঐ ঘরে থেকে কীভাবে বের হবেন। আপনার কাছে তো চাবিও নেই?

উত্তর
শুধু মাত্র কল্পনা করা বন্ধ করেদিন।

২৯) তিন অক্ষরের এমন কি জিনিস বাড়িতে রাখা উচিত যা দিয়ে ইদুর ধরা যায়?

উত্তর
বেড়াল

৩০) ২৫ থেকে আপনি কতবার ৫ নিতে পারবেন।

উত্তর
১ বার।

৩১) কোন প্রাণী চোখ খুলে ঘুমায়?

উত্তর
মাছ। কারণ মাছের চোখের কোন পাতা থাকেনা।

৩২) কোন জিনিস উপরে যায় কিন্তু নিচে আসেনা?

উত্তর
আমাদের বয়স।

৩৩) আপনি কিভাবে জলের উপরে হাটবেন?

উত্তর
বরফ বানিয়ে।

৩৪) একজন মহিলার ৬ জন ছেলে মেয়ে ছোট মেয়ের বয়স যদি ২ বছর হয় তাহলে মা ও মেয়ের নাম কি?

উত্তর
এখানে মায়ের নাম হবে ঋতু মায়ের নাম হবে বর্ষা।

৩৫) ধরুন একটি ঘরে আপনি বন্দী আছেন। ঘরে তিনটি দরজা। ১ দরজায় অনেক ডাকাত বন্দুক নিয়ে দাড়িয়ে আছে। ২ দরজায় একটা বাঘ দাড়িয়ে আছে যে ২ মাস খাইনি। ৩ দরজায় দাও দাও করে আগুন জ্বলছে। আপনি বলুন আপনি কোন দরজা দিয়ে বের হবেন?

উত্তর
২ নম্বর দরজা দিয়ে। কারণ ২ মাস একটি বাঘ না খেয়ে থাকলে সে মারা যাবে। এতদিন না খেয়ে একটি বাঘ বেঁচে থাকতে পারেনা।

১০০+ গুগলি ধাঁধা উত্তর সহ | দাদাগিরি লেভেলের মজার প্রশ্ন

Leave a Comment

Don`t copy text!