এক ইঞ্চি বললে সেটা কত সেন্টিমিটার বোঝাবে? ক্যালকুলেটর

1 ইঞ্চ = 2.54 সেন্টিমিটার
এক ইঞ্চি বললে সেটা কত সেন্টিমিটার বোঝাবে

আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন, এক ইঞ্চি বললে সেটা কত সেন্টিমিটার বোঝাবে? আর এর হিসাব করার নিয়ম টা যদি বুঝিয়ে বলেন খুব উপকৃত হব।

যেখানে আমাদের মুল্যবান ভিজিটর কোনো প্রশ্ন করে, তার উত্তর না দিলে হয়, আমাদের ভিজিটরের আশ্বস্থ করা আমাদের প্রধান লক্ষ্য। তাই আমরা সহজ সরল ভাবে বোঝাব ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার (সেমি) বোঝানো হয়।

ইঞ্চি আর সেন্টি মিটার দুটো ভিন্ন মাপের পরিমাপ, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্কেল দেখেছেন, যার একদিকে থাকে সেন্টিমিটার (সেমি) আর অন্য দিকে থাকে ইঞ্চি বা ইঞ্চ।

ইঞ্চি থেকে সেমি ক্যালকুলেটর

ইঞ্চি থেকে সেমি ক্যালকুলেটর

এক ইঞ্চি বললে সেটা কত সেন্টিমিটার বোঝাবে?

১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার। অর্থাৎ 1 (এক) ইঞ্চি বললে সেটি 2.54 সেন্টিমিটার (সেমি) বোঝাবে।

এক ইঞ্চি বললে সেটা কত সেন্টিমিটার বোঝাবে

আপনি যদি একটু রাউন্ড ফিগার করেনেন তাহলে বড় সর হিসাব করার জন্য আপনি 1 ইঞ্চ সমান সমান ২.৫০ বা ২½ ধরে নিতে পারেন। তবে সূক্ষ পরমাপ করার জন্য অবশ্যই রাউন্ড ফিগারে না ধরে 2.54 হিসাবেই ধরতে হবে।


1 ইঞ্চিতে কত সেন্টিমিটার হয়? 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার হয়।

১ ইঞ্চি সমান ৫ সেন্টিমিটার? 1 ইঞ্চি সোমান 2.54 সেমি।

নিজস্ব মতামত:

ইঞ্চ এর ইংরেজি নাম হলো Inch আর সেমি বা সেন্টি মিটারের ইংরেজি নাম হলো Centimiter, তাই ইংরেজিতে বলা যায় 1 Inch Esiqualtu 2.54 Centimiter. অবশেষে আসা করবো সম্পূর্ন ব্যাপারটা বোঝাতে পারলাম, এখন এক ইঞ্চি মানে কত সেন্টিমিটার তার পরিমাপ সঠিক আপনি জানতে পারলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top